Nadia : ১২ বছর বয়সে কোরআন মুখস্থ করে হাফেজ উপাধি লাভ করল সোনামুড়ার ফয়সাল আহমেদ : U Bangla TV
Nadia : ১২ বছর বয়সে কোরআন মুখস্থ করে হাফেজ উপাধি লাভ করল সোনামুড়ার ফয়সাল আহমেদ : U Bangla TV
এক ব্যতিক্রমী উদ্যোগ নিলো সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়া গ্ৰামবাসী। মাত্র ১২ বছর বয়সে কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ উপাধি লাভ করা ফয়সাল আহমেদকে গ্ৰামবাসীর তরফ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সোনামুড়া মহকুমার দাওধারানী সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা থেকে গত ৮ই ফেব্রুয়ারি ৭ জন ছাত্র আল-কুরআন মুখস্থ করে হাফেজ উপাধি লাভ করে । তার মধ্যে ময়নামা বড়ঢেপা গ্রামের আনোয়ার হোসেনের বড় ছেলে ফয়সাল আহমেদ একজন। মাত্র ১২ বছর বয়সে কোরআন মুখস্থ করে নেয় ফয়সাল। আর তার এই সাফল্যে গোটা গ্ৰামের নাম উজ্জ্বল করায় ময়নামা বড়ঢেপা মসজিদ কমিটির তরফ থেকে জুম্মার নামাজের সময় তাকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। মসজিদ কমিটি জানায়, অনেকেই বিভিন্ন দিক দিয়ে গ্ৰামের নাম উজ্জ্বল করেছে, ফয়সালও ১২ বছর বয়সে কোরআন শরীফ মুখস্থ করে যেভাবে গ্ৰামের নাম উজ্জ্বল করেছে, তাই তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়, যাতে অন্যরাও উৎসাহ হবে। এবং হাফেজ ফয়সাল আহমেদ যাতে আগামীতে বিভিন্ন ক্ষেত্রে এই ভাবে গ্ৰামের নাম উজ্জ্বল করতে পারে, তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?