Nadia : সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির প্রচারে নামলো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা : U Bangla TV

Nadia : সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির প্রচারে নামলো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা : U Bangla TV

Jan 13, 2024 - 16:21
 0  6

শনিবার, মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেফ ড্রাইভ, সেভ লাইফ সচেতনতামূলক কর্মসূচির এক অভিনব প্রচারে নামলো মায়াপুরের রাস্তায়। এদিন তারা হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের গোলাপ ফুল দিয়ে পথ নিরাপত্তার বিষয়ে সচেতন করে তোলে। হেলমেট বিহীন আরোহীদের তারা বলে হেলমেট পরিধান করা শুধুমাত্র পুলিশের আইন বাঁচানোর জন্য নয়, নিজের সুরক্ষার পাশাপাশি পরিবারের সুরক্ষার কথাও তারা মনে করিয়ে দেয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মায়াপুর পুলিশ আউটপোস্টের অফিসার ইনচার্জ পঙ্কজ বৈরাগী মহাশয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরন সেখ বলেন দিনদিন রাস্তায় দুর্ঘটনা বেড়েই চলেছে। মোটরবাইক আরোহীদের হেলমেট পড়া অত্যন্ত জরুরী। তাই প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের পথ নিরাপত্তার বিষয়ে সজাগ ও সচেতন করে তোলা খুবই প্রয়োজন। তাই আজ আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এই সচেতনতামূলক প্রচার অভিযানে সামিল হয়ে সাধারণ পথ চলতি মানুষদের কাছে সেফ ড্রাইভ, সেভ লাইফ এর গুরুত্ব তুলে ধরছে। আগামী দিনে এই ধরনের কর্মসূচিতে তাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আরো বেশি করে অংশগ্রহণ করবে। মায়াপুর পুলিশ আউটপোস্টের অফিসার ইনচার্জ পঙ্কজ বৈরাগী মহাশয় বলেন প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা পথ চলতি মানুষদের কাছে সেফ ড্রাইভ, সেভ লাইফ এর গুরুত্ব তুলে ধরছে ও সচেতন করে তুলছে। এটা সমাজের মানুষের কাছে ভালো বার্তা বহন করবে। #nadia #nadianews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow