Nadia : সীমান্ত রক্ষা বাহিনীদের সহযোগিতায় চুরি যাওয়া গরু ফেরত পেলেন |
এলাকায় অনেকদিন চুরি ডাকাতি না থাকায় রাত জেগে চাষীদের গবাদী পশু পাহারা দিতে হয়না, তাই একটু শান্তিতে ঘুম। তাই গরুর গলায় লোহার চেন দিয়ে তালা দেওয়ার প্রয়োজন পড়েনা।হোগালবাড়িয়া থানার কাছারিপাড়া গ্রামের বিপ্লব মণ্ডল আর পাঁচটা দিনের মতো পাটের খেতে নিড়ানীর কাজ করে ক্লান্ত শরীরে সন্ধ্যে হতে না হতেই ঘুমিয়ে পড়ে। রাত্রী ২ টো নাগাদ ঘুম ভেঙে উঠে দেখে তার গরুটা গোয়ালে নাই।বিপ্লবের বুঝতে দেরী হয়না যে গরুটি বাংলাদেশের গরু পাচারকারী দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেছে।পূর্বের অভ্যেস বসত সে সঙ্গে সঙ্গে স্থানীয় বিএসএফ ক্যাম্পে তার গরু চুরির ঘটনা জানায়।
What's Your Reaction?