Nadia : সিংহ দুয়ার মুখার্জি পরিবারে রথযাত্রা

Nadia : সিংহ দুয়ার মুখার্জি পরিবারে রথযাত্রা

Jun 28, 2023 - 15:45
 0  4

সিংহ দুয়ার মুখার্জি পরিবার নামটা অতি পরিচিত নদীয়ার বিননগর বাসীর কাছে। প্রায় ৭০০ বছরেরও বেশি প্রাচীন মিশ্রিত ধাতুর তৈরি রথে পূজিত হয় আরাধ্য দেবতা জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর। মুখার্জী বাড়ির সদস্যরা জানিয়েছেন, রথটি ৭০০ বছর আগে ঢাকা থেকে নদীয়ার ফুলিয়াতে ২০০ বছর অবস্থান করে, এরপর নিয়ে যাওয়া হয় মুখার্জি পরিবারে। রথটি তৈরি তামা ও পিতলের ধাতু দিয়ে। রথের চাকাও তৈরি মিশ্রিত ধাতু দিয়ে। এখনো মুখার্জি পরিবারে গেলে দেখা যাবে প্রাচীনত্বর ছোঁয়া। সুদর্শন কারুকার্যের মধ্যে দিয়ে ফুটে ওঠে এখনো ইটের প্রাচীর। একটা সময় দেশ বিদেশ থেকে পণ্ডিতরা আসতেন আর পালিত হতো ধুম ধাম এর সাথে রথ উৎসব। রথ উৎসবের শেষে পন্ডিতরা দীর্ঘদিন ওই স্থানে বসবাস করতেন। কিন্তু হঠাৎই গভীর রাতে চুরি করার উদ্দেশ্যে ছক করে একদল ডাকাত, এরপর চুরি করে নেয় রথের সারথি ও মূল্যবান বেশকিছু ধাতু। তারপর থেকেই সারা বছরই বিগ্রহ দেবতাদের রাখা হয় মুখার্জী বাড়ির একটি শিব মন্দিরে। তবে সেই কালের রথ উৎসবের জাঁকজমক এখন অনেকটাই ঘাটতি পড়েছে, চিরাচরিত প্রথামেনে রথ উৎসব পালন হলেও আগের মত আর মানুষের আনাগোনা দেখা যায় না। তবে পরিবারের সদস্যরা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকলেও এই রথ উৎসবের দিনে সবাই একত্রিত হয়ে পালন করে রথ উৎসব। মিশ্রিত ধাতুর রথের চারিদিকে ঘুরলে দেখা যাবে শিল্পীদের অপূর্ব কারুকার্য, যা এখনকার শিল্পীদের ভাবনার বিষয়। চিরাচরিত প্রথা অনুযায়ী রথের রশ্মিতে টান দেন মুখার্জি পরিবারের বংশধরেরা, এরপরে একই জায়গাতেই রেখে দেওয়া হয় মিশ্রিত ধাতুর তৈরি রথ সহ আরাধ্য দেবতা জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে। আজ উল্টোরথ, সকাল থেকেই রথ কে সাজানো হয় সুসজ্জায়। বিকেলের পরে হরিনাম সংকীর্তন করে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে নিয়ে যাওয়া হবে আবারো শিব মন্দিরে। বংশের 36 তম বংশধর অশোক মুখোপাধ্যায় বলেন, ৭০০ বছর আগে ঢাকা থেকে এই রথটি ফুলিয়া এলাকায় ছিল প্রায় ২০০ বছর ধরে। বিভিন্ন কারণে পরবর্তীকালে ওই রক্তে নিয়ে এসে নিজেদের বাড়িতে একটি মন্দিরে রাখে আমাদের এই বংশধরের। প্রাচীন সেই রীতি মেনেই এখনো নিয়মিত পালিত হয় এই রথযাত্রা। #newstoday #banglanews #news #rathyatra #nadia  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow