Nadia : সমাপ্ত হল প্রাচীন জাগ্রত বাগদেবী মায়ের পুজো : U Bangla TV
Nadia : সমাপ্ত হল প্রাচীন জাগ্রত বাগদেবী মায়ের পুজো : U Bangla TV
শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রামের মাতা বাগদেবী মন্দিরে মাঘ মাসের শেষ মঙ্গলবার সংকীর্তন ও মহোৎসব এর মধ্য দিয়ে সূচনা হয় পুজোর । এ বিষয়ে মন্দিরের পুরোহিত জানান, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহের যে শনি ও মঙ্গল বার পড়বে সেদিন থেকেই শুরু হবে একমাস ধরে প্রতি মঙ্গল ও শনিবার বাগদেবী মায়ের পূজা-অর্চনা। ফাল্গুনের শেষ মঙ্গলবার সম্পন্ন হল মায়ের আরাধনা । এছাড়াও এই বাগদেবী মন্দিরে মায়ের পূজা অর্চনা কে কেন্দ্র করে এক মাস ধরেই চলে মেলা। নদীয়া তথা শান্তিপুরের হাজার হাজার মানুষের ভিড় হয় এই বাগদেবী মন্দির চত্বরে।এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পর্যন্ত নানান বিষয়ে সহযোগিতা করে থাকে। তবে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন নিয়মিত কর্তব্যরত ছিলেন বিগত এই এক মাস যাবত। অন্যদিকে ওই এলাকার প্রধান উৎসবে পরিণত হয়েছে এই মেলাসহ মায়ের পুজা অর্চনা। তাই শেষের দিনে সকলেরই মন ভার। অন্যদিকে মেলার পসরা সাজিয়ে নিয়ে আসা বিভিন্ন ছোটখাট ব্যবসায়ীরাও এই কদিন তাদের নিজপেশার মধ্য দিয়ে দুটো উপার্জনের মুখ দেখেছিল, তাই আবারও নতুন কোন মেলার সন্ধানে বেরিয়ে পড়েন তারা। #nadianews #nadia #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?