Nadia : লেডিস স্পেশাল ট্রেন : U Bangla TV
Nadia : লেডিস স্পেশাল ট্রেন : U Bangla TV
নদিয়ার রানাঘাট শিয়ালদহ রেলওয়ের যাত্রাপথে নতুন পালকের সংযোজন।।এবার রানাঘাট শিয়ালদহ চালু হলো রূপান্তরিত মাতৃভূমি লেডিস স্পেশাল ট্রেন।। এই ট্রেনটিতে একাধিক যাত্রীদের সুবিধা নিয়েই রবিবার সকাল ১০ঃ৪৫ মিনিটে রানাঘাট পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম থেকে চালু হল।। এই ট্রেনটিতে রয়েছে দুটি স্পেশাল কোচ।। রয়েছে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণি।।এছাড়াও জনসাধারণের জন্য থাকছে জেনারেল কামরা ।।প্রথম শ্রেণীর কোচের আরাম দায়ক বসার ব্যবস্থা সহ সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা , মোবাইল চার্জিং এছাড়াও একাধিক সুবিধা রয়েছে।। রানাঘাট ৫ নম্বর প্লাটফর্ম থেকে উদ্বোধন করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। উপস্থিত ছিলেন দীপক নিগম ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শিয়ালদহ ডিভিশন।। ট্রেন উদ্বোধনের শেষে বিজেপি সংসদ জগন্নাথ সরকার বলেন, ইস্টার্ন রেলওয়ে এই প্রথম চালু করেছে এই ট্রেন।।মুম্বাইয়ের পর দ্বিতীয় এই ট্রেন।।সপ্তাহে রবিবার বাদে প্রতিদিনই রানাঘাট স্টেশন থেকে ৭ঃ৪৫ মিনিটে শিয়ালদা গামী এই ট্রেন ছাড়বে।। তিনি অত্যন্ত খুশি ইস্টার্ন রেলওয়ের এই উদ্যোগে।। #nadia #nadianews#banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?