Nadia : রূপান্তরকামীরা পিছিয়ে নেই আজ গ্ল্যামার দুনিয়ায় ভারতের নাম উজ্জ্বল করল : U Bangla TV

Nadia : রূপান্তরকামীরা পিছিয়ে নেই আজ গ্ল্যামার দুনিয়ায় ভারতের নাম উজ্জ্বল করল : U Bangla TV

Jan 11, 2024 - 17:45
 0  2

রূপান্তরকামীরাও আজ সমাজে পিছিয়ে নেই। যদি একটা বছর পিছনের কথা একটু মনে করি তাহলে হয়তো সবারই মনে আছে স্মরণ্যার কথা। তার পুরো নাম স্মরণ্যা ঘোষ। হয়তো চিনতে পেরেছেন কেউ কেউ। সে গত বছর উচ্চমাধ্যমিকে সপ্তম স্থান অর্জন করেছিল। কিন্তু তার এই সাফল্যের পেছনেও রয়েছে অনেক বাধা-বিপত্তি। শুধু সে নয় আমরা যদি একটু খোঁজ নিই তাহলে দেখব অনেক রূপান্তরকামীরাই আজ জীবনের দৌড়ে সফল। সেরকমই একজন নদীয়ার কল্যাণী ৩ নং ওয়ার্ডের কাঁঠালতলার বাসিন্দা সৃজা । সে রূপান্তরকামী হয়েও ইন্টারন্যাশনাল ফ্যাশন শোতে অংশগ্রহণ করে ইন্ডিয়া থেকে প্রথম হয়েছেন। আজ তাকে সবাই সৃজা বলে চিনলেও তার আসল নাম রঞ্জন। রঞ্জন ওরফে সৃজার জীবনেও নেমে এসেছিল সামাজিক নিপিড়তার প্রভাব । বহুবার সমাজের ব্যাঙ্গ চক্ষুর প্রভাবে পরিবার সহ সবার মানহানী হয়েছে । তবে সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে আজ সাফল্যের মুকুট সৃজার মাথায় । তবে সৃজা জানাচ্ছেন তার মত সমাজে যারা রুপান্তরকামীরা রয়েছেন তারা যেন হেরে না যান । লড়াই করে সমাজে নিজেকে নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হয়ে দেখানটাই আসল লক্ষ হওয়া উচিৎ । তবে সৃজার সাফল্যে খুশি তার পরিবারের লোকজনও। তারা জানাচ্ছেন, প্রথমে কেউ সৃজার এই কাজকর্ম ভালো চোখে না নিলেও ,বর্তমানে তার সাফল্যে এলাকার সমস্ত মানুষই যথেষ্ট খুশি। পরিবারের লোক চায় সৃজা আরও এগিয়ে যাক এবং দেশের নাম উজ্জ্বল করুক।এ বিষয়ে সৃজা নিজেই বলেন, তার এই সফলতার পিছনে অনেক বাধা-বিপত্তি এসেছে। একদিকে যেরকম পরিবারের সঙ্গে লড়াই করতে হয়েছে অন্যদিকে সমাজের সঙ্গে লড়াই করতে হয়েছে। নিজেকে রূপান্তর কামি বলে কথা বলতে গেলে অনেক হাসি বিদ্রুপ মেনে নিতে হয়েছে। কখনো কখনো মনে হয়েছে সমাজ তাদের ভালোভাবে নিচ্ছে না। তবুও মনের জোর ছিল বলেই সমাজের বাধা-বিপত্তি পার হয়ে তিনি এই সফলতা অর্জন করেছেন।অন্যদিকে সৃজন মাও আনন্দ বোধ করছেন মেয়ের এই সফলতায়। তিনি বলেন যেহেতু তারা গ্রামের প্রথম দিকে বিষয়টি বুঝে উঠতে পারিনি। কিন্তু তার মেয়ের ইচ্ছাতেই এই সফলতায় এখন তাদের খুব ভালো লাগছে। #nadianews #nadia #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow