Nadia : রাত পোহালেই বাগদেবীর আরাধনা : U Bangla TV
Nadia : রাত পোহালেই বাগদেবীর আরাধনা : U Bangla TV
রাত পোহালেই বাগদেবীর আরাধনা, একই সাথে ভ্যালেন্সটাইনডে। ইতিমধ্যে নদীয়া জেলার বিভিন্ন বাজার গুলিতে হরেক রকম ফুলের আমদানি হয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতির গোলাপ ফুলেরও আমদানি লক্ষ্য করা গেছে ফুলের দোকানগুলিতে। যেমন দেশীয় গোলাপ, বেঙ্গালুরু গোলাপ সহ ইত্যাদি। তবে শুধু গোলাপ নয় ভালেন্টাইনডে তে চাহিদা থাকে বিভিন্ন গিফটের, এবছর একই সাথে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনডে পড়ে যাওয়াতে গোটা নদীয়া জেলার চিত্রটা একটু অন্যরকম। ফুল ব্যবসায়ীরা জানাচ্ছেন, অকালবৃষ্টির কারণে ফুল চাষে এবার ক্ষয়ক্ষতি সংখ্যাটা অনেক বেশি, তাই ফুলের দামও বেশি। অন্যান্য ফুল বিক্রেতারা বলছেন, একই দিনে দুটি তিথি পড়ে যাওয়ায় মানুষের আর্থিক দিক দিয়ে একটু হলেও সমস্যা হচ্ছে, তাই বেচাকেনা অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেকটাই কম। স্বভাবতই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যুবক-যুবতীড়া গোলাপ ফুলের প্রতি আগ্রহী হয় বেশি, এবছর যুবক-যুবতীদের ফুলের দোকানগুলিতে আনাগোনা নেই বললেই চলে, কারণ একটাই বাগদেবীর আরাধনা ও ভ্যালেন্টাইনডে যে একই দিনে। তবে গোলাপ চাষীরা জানাচ্ছেন, পরপর অকাল বৃষ্টি না হলে এ বছর ফুল চাষে হয়তো তারা লাভের মুখ দেখতে পারতেন। আর চাহিদা মতো বাজারে ফুল বেচতে পারলে সামনের বছর ফুল চাষে আরো আগ্রহী হতে পারতেন তারা। তবে ভ্যালেন্টাইনডেতে বাড়তি লাভের আশায় অপেক্ষায় থাকতেন ফুল চাষিরা, এ বছর প্রাকৃতিক দুর্যোগ ও দুটি তিথি একসাথে পড়ে যাওয়ায় লাভের মুখ দেখতে পারবে না বলে জানাচ্ছেন ফুল ব্যবসায়ী থেকে ফুল চাষিরা। #nadia #nadianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?