Nadia : পুরোহিত নন, পুজো করেন শিক্ষিকা : U Bangla TV
Nadia : পুরোহিত নন, পুজো করেন শিক্ষিকা : U Bangla TV
পুরোহিত নন, পুজো করেন শিক্ষিকা। পুজোও হয় বৈদিক নিয়মে। হ্যাঁ এভাবেই নদীয়ার বীরনগর ঊষাগ্রামের শিক্ষায়তন বিদ্যানিকেতনে দেবী সরস্বতী পুজো হয় । স্তোত্র পাঠ, আবৃত্তি আর সংগীতের মধ্যে দিয়ে সাঙ্গ হয় এই পূজার । ঊষাগ্রাম ট্রাস্ট তৈরি করেছিলেন স্বাধীনতা সংগ্রামী গোপাল চক্রবর্তী, তিনি ছিলেন ফুলিয়া শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক। অবসর গ্রহণের পর অকৃতদার গোপাল বাবু তাঁর জমানো সমস্ত টাকা দিয়ে ১৯৭৪ সালে রবীন্দ্র ভাবনায় উদ্বুদ্ধ হয়ে শান্তিনিকেতনের ধাঁচে নদীয়ার বীরনগরে গড়ে তোলেন ঊষাগ্রাম, আর এই বিদ্যা নিকেতন। তখন থেকেই সরস্বতী পুজো হয় বৈদিক নিয়মে। আর সেখানকার বয়োঃজ্যেষ্ঠা শিক্ষিকা করেন সেই পূজা। সেই রীতি মেনেই আজও চলছে এই পূজা। পুজোর সমস্ত শাড়ি, গামছা, প্রণামি দিয়ে দেওয়া হয় গ্রামের কোন গরীব পরিবারকে। পরের দিন বিসর্জনের পর অনুষ্ঠিত হয় নবান্ন। সেখানে ৭০০ ছাত্র-ছাত্রী ও অভিভাবক সহ প্রায় ২০০০ মানুষ অন্ন গ্রহণ করেন। ১৯৮০ সাল থেকে এটি ঊষাগ্রাম ট্রাস্টে রূপান্তরিত হয়। আবাসিক শিক্ষায়তন ছাড়াও মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতে সক্রিয় হয় ঊষাগ্রাম ট্রাস্ট। #nadia #nadianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?