Nadia : পথ অবরোধ টোটো চালকদের : U Bangla TV
Nadia : পথ অবরোধ টোটো চালকদের : U Bangla TV
যাত্রী সহ রাজ্য সড়কে টোটো চালানোর দাবিতে কানাইনগর বটতলা মোড়ে পথ অবরোধ টোটো চালকদের। ঘটনাটি ঘটে মঙ্গলবার নবদ্বীপ ব্লকের মাঝদিয়া -পানশিলা পঞ্চায়েত এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার আধিকারিক এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট দপ্তরের আধিকারিক নেতৃত্বে অন্যান্য কর্মীরা। শেষমেষ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। অপরদিকে দু দফায় প্রায় ৩০ মিনিটের অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে বিভিন্ন যানবাহন। স্থানীয় সূত্রে জানতে পারা যায়,সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়ক লাগোয়া শহর ও গ্রামীণ এলাকায় লাগতার মাইকিং করে প্রচার শুরু করে পুলিশ ও প্রশাসন। অবরোধকারীদের অভিযোগ রাজ্য সড়কে কোনও ভাবেই টোটো চলতে না দেওয়ায় চরম সমস্যায় দিন কাটাতে হচ্ছে পরিবার-পরিজনকে নিয়ে। এরপর এমন অবস্থা হবে যে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। এরই প্রতিবাদে এদিনের পথ অবরোধ বলে দাবী টোটো চালকদের। এবিষয়ে স্থানীয় এক টোটো চালক জানান,লকডাউনের পর থেকেই বেকারের সংখ্যা হু হু করে বেড়েছে। বেকারত্বের জ্বালা মেটাতে বহু যুবক ধার দেনা ও লোন নিয়েই টোটো কিনে জীবন ধারণ করছে। প্রশাসনের এহেন সিদ্ধান্তে হাজার হাজার মানুষ পুনরায় বেকার হয়ে যাবে। #nadia #nadianews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?