Nadia : পঞ্চায়েত এলাকার টোটো পৌরসভায় ঢোকার নিষেধাজ্ঞার : U Bangla TV
Nadia : পঞ্চায়েত এলাকার টোটো পৌরসভায় ঢোকার নিষেধাজ্ঞার : U Bangla TV
পঞ্চায়েত এলাকার টোটো পৌরসভায় ঢোকার নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করা হয় পৌরসভার পক্ষ থেকে। যার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করল একাধিক টোটো চালক। এদিন নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘুরনি গোডাউন পাড়া এলাকায় একটি রাস্তা অবরোধ করে তারা। উল্লেখ্য দিন কয়েক আগে প্রশাসন পৌরসভার জনপ্রতিনিধি এবং টোটো ইউনিয়নের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করা হয়। কিভাবে কৃষ্ণনগর পৌরসভা যানজট মুক্ত করা যায় সে নিয়ে বিস্তর আলোচনা হয় সেই বৈঠকে। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় পৌরসভার বাইরে যে সমস্ত অঞ্চল রয়েছে সেই অঞ্চল থেকে কোন টোটো নির্দিষ্ট সময়ের মধ্যে পৌরসভায় প্রবেশ করতে পারবে না। সেই মতো পৌরসভার তরফে একটি নির্দেশিকা জারি করা হয় এবং বিজ্ঞপ্তি রাস্তায় দিয়ে দেওয়া হয়। মূলত সেই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন একদল টোটো চালক তারা রাস্তা অবরোধ করে। তাদের দাবি হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলে আগে তারা যে রোজকার করছিল এখন তা অনেকটাই বন্ধ হয়ে যাবে। ফলে পরিবার নিয়ে সমস্যায় পড়বে টোটো চালকরা। তাদের দাবি অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে পৌরসভা কে। আগে তারা যেভাবে টোটো চালাচ্ছিলেন ঠিক সেইভাবে যাতে টোটো চালাতে পারেন তার ব্যবস্থা করতে হবে। না হলে আগামী দিনে তারা আরো বড় আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি টোটো চালকদের। #nadia #nadianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?