Nadia : ন্যায্য টাকা পাওয়ার দাবী নিয়ে বিক্ষোভ : U Bangla TV
Nadia : ন্যায্য টাকা পাওয়ার দাবী নিয়ে বিক্ষোভ : U Bangla TV
২০২১ সালে নির্বাচনে বিভিন্ন ব্যবসায়ীরা রাজ্য ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে কাজ করেছিলেন। কিন্তু সেই বকেয়া টাকা তারা এখনো পাননি। এর আগেও একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন। অবশেষে তাদের ন্যায্য টাকা পাওয়ার দাবী নিয়ে নদীয়ার কৃষ্ণনগরে জেলা ইলেকশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করল। তাদের দাবি, নির্বাচনের যে বুথ গুলি ছিল এবং সেখানে প্যান্ডেলের কাজ করা থেকে শুরু করে লাইট লাগানো সমস্ত কাজ তারা জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিংয়ের নির্দেশ মতো করেছিলেন। কিন্তু প্রায় তিন বছর হতে চলল তারা সেই বকেয়া টাকা এখনো ফেরত পাননি। বিভিন্নভাবে জানাতে আসলে তিনি বলেন কমিশন যখন তাদের দেবে তখন তারা নিশ্চয়ই টাকা ফেরত দেবে। কিন্তু তারা চান যার নির্দেশ মত কাজ হয়েছে তিনি ব্যবস্থা করুন অতি দ্রুত টাকাগুলি দেওয়ার। আগামী দিনে যদি এই টাকা ফেরত না পাই তাহলে বড়সড় আন্দোলনের নাম্বার হুঁশিয়ারি দিয়েছেন তারা। #nadia #nadianews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?