Nadia : ঠিকমতো পাচ্ছেন না ডিম ও সবজির দাম : U Bangla TV
Nadia : ঠিকমতো পাচ্ছেন না ডিম ও সবজির দাম : U Bangla TV
ঠিকমতো পাচ্ছেন না ডিম ও সবজির দাম। কাজের চাপ ও অনেক বাড়িয়ে দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে গেলে, করা হচ্ছে হেনস্থা। এবার নিরুপায় হয়ে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এর অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করল অঙ্গনায়াড়ি কর্মী ও সহকর্মীরা। ঘটনাটি নদীয়ার তেহট্ট এক নম্বর ব্লকের। তেহটটো এলাকার সকল অঙ্গনারী কর্মী এবং সহকারীরা একাধিক দাবি নিয়ে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ অঙ্গনারী কেন্দ্রে যে ডিম ও সবজি খাওয়ানো হয় তা মূলত তাদের নিজেদের পয়সা খরচ করেই খাওয়ান। মাসের শেষে সেই টাকা সরকারি তরফ থেকে, যে সময়ে পাওয়ার কথা সেই সময়ে পাওয়া যায় না। বর্তমান দুর্মূল্যের বাজারে ডিম এবং সবজির দাম যে হারে বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় অনেকটাই কম টাকা দেয় সরকার। সেই কারণে অনেক সময় নিজেদেরই এই খরচা বহন করতে হয়। ওই এলাকায় দীর্ঘদিন ধরে কোন অঙ্গনারী সুপারভাইজার নেই। তাই চাপ সৃষ্টি করে তাদের দিয়েই সুপারভাইজারের কাজ তুলে নেওয়া হচ্ছে। অন্যদিকে সরকার ঘোষণা করেছিল, অনলাইনে বিভিন্ন কাজকর্মের জন্য প্রতিটি অঙ্গনারী দিদিমণিকে একটি করে স্মার্ট ফোন কেনার টাকা দেবে সরকার। কিন্তু তাদের নিজেদের মোবাইলেই সেই কাজ করতে হচ্ছে। দপ্তরের তরফ থেকে, স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য কোন টাকা দেওয়া হয়নি। তারা আরো অভিযোগ তুলছেন, তারা এই বিষয়ে শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক কে জানাতে গেলে, অপাসঙ্গিক মন্তব্য করে তাদের হেনস্থা করা হয়। তাদের দ্রুত এই সমস্যার সমাধান না করলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামবে বলে জানিয়েছেন অঙ্গনায়াড়ি কর্মীরা। #nadianews #nadia #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?