Nadia : চা পান করলেই মিলবে খাঁটি সোনা : U Bangla TV

Nadia : চা পান করলেই মিলবে খাঁটি সোনা : U Bangla TV

Mar 22, 2024 - 13:00
 0  3

এক কাপ গরম চা'য়ে চুমুক, আর তাতেই মিলবে খাঁটি সোনা। ভাবছেন এ আবার কি? হাঁ ঠিক'ই শুনেছেন,পয়লা চৈত্র থেকে শুরু হয়েছে চায়ে চৈত্র সেল। যা পুরো চৈত্র মাস জুড়ে চলবে। এমন'ই অভাবনীয় ভাবনা গরিব টি স্টলের কর্ণধার ব্যানার্জি বাবুর। এতদিন পর্যন্ত আমরা সবাই জানতাম চৈত্র সেল মানেই তো বিভিন্ন রেডিমেডের পোশাক থেকে প্রসাধনী দ্রব্য, তাই বলে চায়ে চৈত্র সেল? হাঁ ৫ টাকার বিনিময়ে এক কাপ চা। আর তাতেই মিলবে খাঁটি সোনা। আপনি হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব। হ্যাঁ সেই অসম্ভবকে সম্ভব করতে ২০১৮ সাল থেকে গরিব টি স্টল এর কর্ণধার শিশির ব্যানার্জি চালু করেছিলেন চা'য়ে চৈত্র সেল। যদিও বা ২০-২১ সালে লকডাউন এবং ২২ সালে ব্যক্তিগত কারণে বন্ধ রাখা রাখার পর,২০২৩ সালে ১০ জন ভাগ্যবানকে দীঘা ভ্রমণ করিয়েছিলেন গরিব টি স্টলের কর্ণধার ব্যানার্জি বাবু। ২০২৪ এর ভাবনাটা একটু অন্যরকম। এবার আর ভ্রমণ নয়। গরম চায়ে চুমুক দিলেই উপহার স্বরূপ তুলে দেওয়া হবে ১০ জনকে খাঁটি সোনার গহনা। আর তা তুলে দেওয়া হবে এক কাপ "চা"পান করলেই। চৈতন্য ভূমি নবদ্বীপ শহরের উত্তর পশ্চিমাঞ্চল প্রতাপনগর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল লাগোয়া গরিব টি স্টল, প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত টানা খোলা থাকে। সকাল থেকে রাত গরীব টি স্টলে গরম চায়ে চুমুক দিতে ভিড় জমান নবদ্বীপের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট ও পূর্বস্থলী এলাকায় আসা বহু মানুষজন। আগামী পয়লা বৈশাখ লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবান বিজেতার হাতে তুলে দেওয়া হবে উপহার স্বরূপ একেবারে খাঁটি সোনার নাক ছাবি। এ বিষয়ে ওই চায়ের দোকানদার শিশির ব্যানার্জি বলেন, প্রতিবছরই তিনি নতুনত্ব কিছু করেন। তবে মাঝে করোণার কারণে কিছুটা সমস্যা হয়েছিল। তারপর তিনি দশজনকে ঠিক এরকমভাবে দিঘা যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এবারের ভাবনাটা একদম আলাদা। লটারির মাধ্যমে ১০ জনকে খাঁটি সোনা দেওয়া হবে। তবে তার এই নতুন নতুন ভাবনাকে বাহবা দিয়েছেন ক্রেতারা। ওই দোকানে প্রতিদিন চা খান তাপস বিশ্বাস। তিনি বলেন মূলত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাই দোকানে গিয়ে চা খান। এই সোনার নাক ছাবি সেরকম ১০ জন পেলে খুবই উপকৃত হবে। তার এই নতুনত্বের ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন তিনি। #nadia #nadianews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow