Nadia : খেতে রসগোল্লার মতো, ভারত সুন্দরী কুল : U Bangla TV
Nadia : খেতে রসগোল্লার মতো, ভারত সুন্দরী কুল : U Bangla TV
খেতে রসগোল্লার মতো, ভারত সুন্দরী কুল চাষে এখন লক্ষ লক্ষ টাকা আয় চাষীদের বিঘা প্রতি কুড়ি হাজার টাকা খরচা করলে আয় হবে দেড় লক্ষ টাকা, ভারত সুন্দরী কুল এখন চাষীদের নতুন আয়ের দিশা। নদীয়ার বিভিন্ন প্রান্তে হাজার হাজার চাষি অন্যান্য চাষ ছেড়ে কুল চাষের দিকে আগ্রহ বাড়িয়েছে। ঠিক সেই রকম কৃষ্ণগঞ্জ থানা এলাকার একাধিক চাষী এখন বিঘা বিঘা জমি ভারত সুন্দরী কুল চাষ করছে। বর্তমান সময়ে কৃষির উপর নির্ভর করে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে এমন অভিযোগ হামেশাই কৃষকদের কাছ থেকে শোনা যায়। অনেকে আবার কৃষি কাজ ছেড়ে অন্যান্য পেশায় যোগ দিয়েছেন। একদিকে যেমন রাসায়নিক এবং কীটনাশক কিংবা জৈব সারের দাম বৃদ্ধি অন্যদিকে খরচের তুলনায় কম দামে বিক্রি করতে হয় বিভিন্ন কৃষিজ দ্রব্য। লাভ তো দূরের কথা অনেক সময় ক্ষতির মুখে পড়ে চাষিরা। বর্তমানে চাষ করে সামান্য কিছু লাভ হলেও অতিরিক্ত লাভের আশা থেকে বঞ্চিত থাকে চাষিরা। সেই কারণে সাধারণ চাষ ছেড়ে অন্যান্য চাষের দিকে নজর দিচ্ছে চাষীরা। এবার ভারত সুন্দরী কুল চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছে একাধিক চাষী। পাশাপাশি সামনে সরস্বতী পুজো এই মৌসুমে অনেকটাই কুলের দাম বৃদ্ধি পায়। কুলের দাম বৃদ্ধির ফলে লাভের আশায় বুক বেঁধেছে চাষিরা। নদীয়ার কৃষ্ণগঞ্জ এর কুল চাষী পলাশ বিশ্বাস বলেন, ভারত সুন্দরীকূল মূলত পুজোর সময় নয় সারা বছরই চাষ করা যায়। এই কুল চাষ করতে বিঘা প্রতি খুব বেশি হলেও কুড়ি হাজার টাকা খরচ হয়। সিজেন প্রতি প্রায় দেড় লক্ষ টাকার বিক্রি করা যায় কুল। সেই কারণেই তিনি বলছেন অন্যান্য চাষের তুলনায় অনেকটাই লাভজন এই কুল চাষ। #nadia #nadianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?