Nadia : ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে মায়াপুর ইসকন মন্দির : U Bangla TV
Nadia : ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে মায়াপুর ইসকন মন্দির : U Bangla TV
ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে মায়াপুর ইসকন মন্দির। সারা বছর ধরেই এবং বিশেষ করে শীতকালে পর্যটকদের ভিড় লেগে থাকে মায়াপুরে। কলকাতা শহরতলী তথা দেশ-বিদেশ থেকে বহু মানুষ আসেন মায়াপুর ইসকন মন্দির দর্শন করতে। এছাড়াও মায়াপুরে তৈরি হচ্ছে পৃথিবীর সর্ব বৃহত্তম মন্দির। যা আর কয়েক বছরের মধ্যেই উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। তবে মায়াপুর ইসকন মন্দিরের পাশাপাশি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে মায়াপুর ইসকন মন্দির চত্বরের সান্ধ্যকালীন হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন অন্যান্য জায়গার থেকে কিছুটা হলেও আলাদা আপনি লক্ষ্য করবেন। প্রথমে যেটি লক্ষ্য করা যাবে একাধিক বিদেশি ভক্তরা হরিনাম সংকীর্তন করছেন মন্দির চত্বরে। এখানে পুরনো ঘরানার বাদ্যযন্ত্র সুর তাল ব্যবহার করে হরিনাম সংকীর্তন গাওয়া হয় না। আধুনিক বাদ্যযন্ত্র ও মাইক লাগিয়ে নাচ গানের মধ্যে দিয়ে তারা করছেন হরিনাম সংকীর্তন। তবে অবশ্যই শালীনতা বজায় রেখে। আর তাদের এই কীর্তন দেখতেই সন্ধ্যেবেলা মায়াপুর ইসকন মন্দির চত্বরে রীতিমতো পর্যটকদের ভিড় লেগে যায়। বিদেশি ভক্তদের সঙ্গে সঙ্গে স্থানীয় পর্যটকেরাও মেতে ওঠেন হরিনাম সংকীর্তনে। আমেরিকা সাউথ আফ্রিকা স্পেন রাশিয়া ইত্যাদি বহু জায়গা থেকে বিদেশি ভক্তরা আসে মায়াপুর ইসকন মন্দিরে। বর্তমানে তারাই হরিনাম সংকীর্তন গান ও নৃত্যে পারদর্শী হয়ে উঠেছেন। যা দেখতে ভিড় করেন অসংখ্য পর্যটকেরা। #banglanews #nadia #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?