Nadia : একটি গাছ থেকেই ১০ কেজি করে সষ্য : U Bangla TV

Nadia : একটি গাছ থেকেই ১০ কেজি করে সষ্য : U Bangla TV

Feb 11, 2024 - 13:26
Feb 11, 2024 - 13:36
 0  5

একটি গাছ থেকেই ১০ কেজি করে সষ্য, গাছের উচ্চতা প্রায় ৭ ফুট। অভিনব শস্য চাষে নতুন আয়ের দিশা নদীয়ার কৃষকের এক একটি গাছের উচ্চতা সাত ফুট, একটি গাছ থেকেই পাওয়া যাবে প্রায় ১০ কেজি করে শস্য। হতাশার মাঝে অভিনব চাষে নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে বাংলার কৃষক। নদীয়ার গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের কোড়াবাড়ি গ্রামের বাসিন্দ বিকাশ দাস। পেশায় কৃষক তিনি। মূলত কৃষির ওপর নির্ভর করে তার সংসার চলে। বর্তমান সময়ে কৃষির উপর নির্ভর করে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে এমন অভিযোগ হামেশাই কৃষকদের কাছ থেকে শোনা যায়। অনেকে আবার কৃষি কাজ ছেড়ে অন্যান্য পেশায় যোগ দিয়েছেন। একদিকে যেমন রাসায়নিক এবং কীটনাশক কিংবা জৈব সারের দাম বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে খরচের তুলনায় কম দামে বিক্রি করতে হয় বিভিন্ন কৃষিজ দ্রব্য। লাভ তো দূরের কথা অনেক সময় ক্ষতির মুখে পড়ে চাষিরা। মূলত নদীয়া জেলা সহ গোটা পশ্চিমবাংলায় সাধারণ যে সমস্ত শস্য সেই শস্যই চাষ হয়ে থাকে। সেই চাষ করে সামান্য কিছু লাভ হলেও অতিরিক্ত লাভের আশা থেকে বঞ্চিত থাকেন চাষিরা। চাষী বিকাশ দাস বলেন প্রথমে তার বন্ধু ইউটিউবে একটি তাকে ভিডিও দেখায়। সেই ভিডিওতে দেখা যায় এই অভিনব শস্যের বিবরণ। সেই বিবরণ দেখেই তিনি হরিয়ানাতে ১০০ গ্রাম বীজের অর্ডার দেন। বীজ কিনতে খরচ পড়ে ৫০০ টাকা। কুরিয়ার এর মাধ্যমে তার বাড়িতে সেই বীজ এসে পৌঁছায়। তিনি প্রথমে ছয় কাটা জমিতে এই শস্য চাষ করেন। তার জমিতে এই শস্য গাছের এক একটি উচ্চতা হয়ে দাঁড়িয়েছে সাত ফুট করে। চাষী বিকাশ দাস বলেন, ১০০ গ্রাম বিজ দিয়ে এক বিঘা জমি চাষ করা যাবে এই সর্ষের। অন্যান্য যে সমস্ত সাধারণ শস্য চাষ রয়েছে সেখানে বিঘা প্রতি দু কুইন্টাল শস্য পাওয়া যায়। কিন্তু এই শস্য চাষ করলে বিঘাপ্রতি প্রায় ছয় থেকে সাত কুইন্টাল কখনো ৮ কুইন্টাল পর্যন্ত শস্য পাওয়া যাবে। তবে অন্যান্য সাধারণ শস্য চাষের খরচের তুলনায় সামান্য একটু বেশি এই শস্য চাষ। মূলত দুইবার জমিতে সেচের ব্যবস্থা করতে হয়। প্রায় চার মাসেরও কম লাগে এই শস্য চাষ করতে। তিনি বলেন অন্যান্য শস্য চাষ করে চাষিরা যেমন হতাশ হয়ে পড়েন এই শস্য চাষ করলে অনেকটাই লাভের অংশ দেখতে পাবেন চাষীরা। বাংলার বিভিন্ন জেলার যে আবহাওয়া সেই আবহাওয়া এই চাষ সম্ভব বলে জানিয়েছেন তিনি। #nadia #nadianews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow