Nadia : একটানা বৃষ্টির কারণে প্রায় হাটু জল সবজি চাষের জমি গুলিতে : U Bangla TV

Nadia : একটানা বৃষ্টির কারণে প্রায় হাটু জল সবজি চাষের জমি গুলিতে : U Bangla TV

Dec 8, 2023 - 18:02
 0  6

হঠাৎ অকাল বৃষ্টি, একটানা বৃষ্টির কারণে প্রায় হাটু জল সবজি চাষের জমি গুলিতে। চাষিরা জানাচ্ছেন, একটা সময় বৃষ্টি না হওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাট চাষে, এবার একদিনের বৃষ্টিতে বিঘা বিঘা সবজি চাষের জমি চলে গেছে জলের তলায়। একদিকে যেমন সর্ষে, অন্যদিকে পটল, বেগুন সহ অন্যান্য সবজির অবস্থা একই। হ্যাঁ গতকাল রাজ্যের পাশাপাশি গোটা নদীয়া জেলা জুড়ে শুরু হয় ভারী বৃষ্টিপাত, যা থামার নামই নেয়নি। শুক্রবার সকালে বৃষ্টি থেমে গেলেও চাষের জমিগুলির অবস্থা দেখে এক প্রকার সবজি চাষীদের মাথায় হাত পড়ে যায়। কোন চাষী বলছেন কেউ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কেউ আবার অন্যান্য জায়গা থেকে ঋণ নিয়ে সবজি চাষ করেছেন। তবে লাভ অংশের কথা মাথায় রেখেই সবজি চাষে জোর দিয়েছিলেন তারা, কিন্তু অকাল বৃষ্টিতে এইভাবে তাদের যে মুখ থুবড়ে পড়তে হবে তা স্বপ্নেও ভাবতে পারিনি। কয়েকজন চাষী জানাচ্ছেন, বিগত কয়েক মাস আগে বৃষ্টি না হওয়ার কারণে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছিল পাট চাষের। এবার ঠিক উল্টো ঘটনা। একদিনের বৃষ্টিতে আবারো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল সবজি চাষে। তবে প্রাকৃতিক দুর্যোগ কখন যে কিভাবে আসবে তা কারোরই জানা থাকে না। একটা সময় বৃষ্টিই একমাত্র ভরসা থাকে চাষিদের, আবার এই বৃষ্টি মাথার ঘুম উড়িয়ে দেয় চাষীদের। তবে এক বছরের মধ্যে পরপর দুবার ধাক্কা কিছুতেই মেনে নিতে পারছেন না নদীয়ার বিভিন্ন এলাকার বিভিন্ন চাষিরা। তাদের এখন একটাই দাবি, চাষীদের জন্য বিভিন্ন প্রকল্পের সুবিধা থাকলেও তারা এখনো অনেক সুবিধা থেকে বঞ্চিত। সরকার যদি একটু মুখ তুলে তাকাই তাহলে হয়তো আগামী দিনে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন | #nadia #nadianews #newstoday #banglanews #westbengal  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow