Nadia : ইসকন জগন্নাথ মন্দিরে চলল স্নানযাত্রা
Nadia : ইসকন জগন্নাথ মন্দিরে চলল স্নানযাত্রা
সাড়ম্বরে পালিত হলো মায়াপুর ইসকন জগন্নাথ স্নানযাত্রা উৎসব। মায়াপুর চন্দ্রধন মন্দির থেকে সাড়ে চার কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই লাখো লাখো ভক্তের ভীড়। দাবদাহ উপেক্ষা করেই দীর্ঘ লাইন দিয়ে জগন্নাথকে স্নান করানোর জন্য হাজার হাজার দেশী-বিদেশি ভক্ত সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে। কথিত আছে আজকের স্নানযাত্রার পরেই জগন্নাথের শরীরে আসবে ধুম জ্বর। ঝরে কাবু হয়ে রথের দিন পর্যন্ত তিনি গৃহবন্দী হয়ে থাকবেন। রথের দিন রাজ বেশে রাজ রথে করে পুনরায় ভক্তদের মাঝে অবতীর্ণ ও পুজিত হবেন। এদিন স্নানযাত্রা উপলক্ষে সমস্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছিল ইসকনের তরফ থেকে। একইসাথে বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রাজাপুর জগন্নাথ মন্দিরে শুরু হয়ে গেল স্নানযাত্রার মাধ্যমে রথের প্রস্তুতি। #newstoday #news #nadia #mayapur #isckon #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?