Mursidabad : রোগীকে ভর্তি করাতে এসে জুনিয়র ডাক্তারকে মারধর
Mursidabad : রোগীকে ভর্তি করাতে এসে জুনিয়র ডাক্তারকে মারধর
এই অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার বহরমপুরের একটি আদালত ধৃতদের সাত দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত প্রায় একটা নাগাদ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এক ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে যান বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি বিপ্লব কুন্ডু সহ আরও কয়েকজন। অভিযোগ রোগী ভর্তি করাকে কেন্দ্র করে রোগীর পরিবারের সঙ্গে বচসা বেধে যায় জুনিয়র ডাক্তারদের।সেই সময় উত্তেজিত জনতা এক জুনিয়র ডাক্তারের নাক ফাটিয়ে দেয় বলে অভিযোগ। জানা গিয়েছে, তাঁকে বাঁচাতে আসা ডাক্তারদের গায়েও আঘাত করা হয়েছে। আহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী। প্রত্যেকেই আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। এক জুনিয়র ডাক্তার জানিয়েছেন, অক্সিজেন স্যাচুরেশন লেভেল স্বাভাবিক ছিল। তবুও রোগীকে কেন অক্সিজেন দেওয়া হচ্ছে না তাই নিয়ে ঝামেলা করতে থাকে রোগীর পরিবার। #news #mursidabad #baharampur
What's Your Reaction?