Mursidabad : গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে পর্যালোচনা সভা : U Bangla TV
Mursidabad : গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে পর্যালোচনা সভা : U Bangla TV
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে পর্যালোচনা সভা ও পরিষেবা প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বহরমপুরে। এদিন মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়াম হলে এই সভার আয়োজন করা হয়। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজশ্রী মিত্র, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, সাংসদ আবু তাহের খান, সাংসদ খলিলুর রহমান, সহ একাধিক বিধায়ক ও নেতৃবৃন্দ। এদিনের এই সভায় মন্ত্রী বেচারাম মান্না গ্রামকে দূষণমুক্ত করার কথা ও প্লাস্টিক বর্জন নিয়ে একাধিক সচেতনতার বার্তা দেন। আগামী দিন থেকে গ্রামাঞ্চলে এক অভিনব কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন। পৌর এলাকার মতনই, গ্রাম অঞ্চলের মানুষেরাও বাড়ির আবর্জনা নিকাশির সহায়তা পাবেন। গ্রাম্য এলাকার মানুষজনকেও সরকারিভাবে পচনশীল ও অপচনশীল বস্তু ফেলার জন্য দুটি করে বালতি দেওয়া হবে। এই বর্জ্য পঞ্চায়েতের পক্ষ থেকে হরিজন ভাইদের দ্বারা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পঞ্চায়েতের ই- রিস্কা যেগুলিতে আবর্জনা সংগ্রহ করা হবে , সেগুলি আজ প্রদান করা হলো। #mursidabad #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?