Murshudabad : দৃষ্টিহীনের সাফল্য লাভ |
Murshudabad : দৃষ্টিহীনের সাফল্য লাভ |
তরুণ বয়সে কলকাতার রামকৃষ্ণ মিশনে গান শিখেছেন কান্দির বাসিন্দা তরনী ঘোষ। তবে পারিবারিক আর্থিক সংকটে পড়ে সে সব ছেড়ে দৃষ্টি হীন তরনী এখন হাতে লাঠি কাঁধে নাল নিয়ে সকাল থেকেই বেরিয়ে পড়েন মুর্শিদাবাদ জেলার প্রাচীন শহর কান্দির রাস্তায় রাস্তায়। বর্তমানে মানুষকে গান শোনানোই তাঁর কাজ ৷ এই নাল বাজিয়েই মানুষকে আনন্দ দেন তাঁর সুরের মাধ্যমে ৷ দৃষ্টিহীন হলেও 6 জনের সংসারের ভরসা তিনিই৷ দীর্ঘ প্রায় দশ বছর ধরে তিনি এই ভাবেই মানুষের মন জয় করেন। ফলে তিনি পরিচিত মুখ হয়ে গিয়েছেন শহর কান্দির পথ চলতি বাসিন্দাদের কাছেও, আর সেই পরিচিতই তার জীবনের প্রধান সাফল্য।
#murshidabad #murshidabadnews #success
What's Your Reaction?