Murshidabad : প্রসব যন্ত্রনাকে সহ্য করেই মাধ্যমিকের ইংরেজি পরিক্ষা দিল পারুল খাতুন : U Bangla TV
Murshidabad : প্রসব যন্ত্রনাকে সহ্য করেই মাধ্যমিকের ইংরেজি পরিক্ষা দিল পারুল খাতুন : U Bangla TV
অদম্য ইচ্ছা শক্তির জেরে প্রসব যন্ত্রনাকে সহ্য করেই হাসপাতালের বেডে বসে মাধ্যমিকের ইংরেজি পরিক্ষা দিল পারুল খাতুন। মুর্শিদাবাদের সুতির কাশিমনগর হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পারুল খাতুনের অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র। পারুলের বাপের বাড়ি সুতির শংকরপুর গ্রামে । বছর খানেক আগে সামসেরগঞ্জের শিকদার পুরে বিয়ে হয় পারুলের। বাংলা পরিক্ষা কেন্দ্রে বসেই দেয় পারুল। বাংলা পরিক্ষা দিয়ে বাড়ি ফিরতেই প্রসব যন্ত্রনায় জটপট করতে থাকলে পরিবারের লোকেরা তড়িঘড়ি রাতেই মহিশাইল হাসপাতালে ভর্তি করে। রাত ৯ টা নাগাদ স্বাভাবিক ভাবে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় মাধ্যমিক পরীক্ষার্থী পারুল খাতুন। পুত্র সন্তানের জন্ম দেওয়া পারুল রাতেই পরিবারের লোকেদের জানায় সে পরিক্ষা দেবে। শনিবার ইংরেজি পরিক্ষা তা দিতে চায় সে । তখনি সকাল সকাল পারুল খাতুনের বাবা জয়দুর সেখ ছুটে যান কাশিমনগর হাইস্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলির কাছে। জুলফিকার বাবু তড়িঘড়ি অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনা ফেরদৌসি ও পরিক্ষা কেন্দ্রের ইনচার্জের সাথে যোগাযোগ করে পরিক্ষার বন্ধবস্ত করেন। অবশেষে পুত্র সন্তান কোলে হাসপাতালের বেডে বসেই জিবনের বড় পরিক্ষা দিয়ে অদম্য ইচ্ছে পুরন করলো পারুল। #murshidabad #murshidabadnews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?