Murshidabad : একবিংশ শতাব্দীতেও কুসংস্কারাচ্ছন্ন সমাজ : U Bangla TV
Murshidabad : একবিংশ শতাব্দীতেও কুসংস্কারাচ্ছন্ন সমাজ : U Bangla TV
২১ বিংশ শতাব্দীতে এসেও মানুষ আজও অসচেতন । সাপে কামড়ানো এক শিশু কে হাসপাতালে না নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হলো ওঝার কাছে l ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের গ্রাম বাবলায়। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রমজান মাসের ইফতারের সময় বাড়ির কল তলার কাছে সোরাব সেখ নামে ঐ বাচ্চা ছেলেকে সাপে কামড়ায়। কামাড়ানো দেখে তাঁর পিতা, প্রথমে পাশের গ্রাম অঞ্চলের এক ওঝার কাছে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে প্রথমে ওই ওঝা সালার গ্রামীণ হাসপাতালে ওই শিশু কে ভর্ত্তি করার পরামর্শ দেয় শিশুর পরিবারকে। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করলে ওই শিশুর অবস্থা আশঙ্কাজনক হয় এবং প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য মহাকুমা হাসপাতালে রেফার করেন, তারপরও তাঁরা মহকুমা হাসপাতালে না গিয়ে ফের ভরতপুর ব্লকের মনসুপুর এলাকার রবি মিঞা নামের এক স্বনামধন্য ওঝার কাছে নিয়ে যায় এবং সেখানেই ঐ ওঝার কছেই অঘটনটি ঘটে l শিশুর এই ঘটনায়, শিশুর পরিবার ও পরিজনদের সচেতনতা নিয়ে উঠছে প্রশ্ন l #murshidabad #murshidabadnews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?