Murshidabad : স্কুল থেকে উধাও হয়ে গেল সাত জন আবাসিক ছাত্রী
Murshidabad : স্কুল থেকে উধাও হয়ে গেল সাত জন আবাসিক ছাত্রী
মুর্শিদাবাদের বেসরকারি আবাসান স্কুল থেকে উধাও হয়ে গেল সাত জন আবাসিক ছাত্রীছাত্রী আবাসনের সুনিশ্চিত নিরাপত্তার মাঝেও এতো বড়ো গলদ কিভাবে সম্ভব? এই প্রশ্ন তুলেই ক্ষবে ফুঁসছে নিখোঁজ ছাত্রীদের অভিভাবকেরা।বুধবার দুপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার তেঘরিয়া এলাকায়।অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই আবাসনে তাদের সন্তানেরা থাকে তবে আবাসনের নিরাপত্তা বলাই ছিল অনেক বেশি কড়াকড়ি। সেখানে অভিভাবক কে দিনে একবারের বেশি যোগাযোগ তো দূরের কথা ফোন টুকুও করতে দেওয়া হতো না। বাইরের কোন মানুষই ভিতরে ঢুকতে পারত না তাহলে কিভাবে একসঙ্গে সাতজন ছাত্রী উধাও হলো এই আবাসন থেকে এর সাথে কে বা কারা জড়িত এই নিয়েও একাধিক প্রশ্ন তুলেছে নিখোঁজ ছাত্রীদের অভিভাবকরা ।বুধবার আবাসনের পক্ষ থেকে অভিভাবকদের জানানো হয় তাদের সন্তানদের খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথা শোনার পরেই সমস্ত অভিভাবক ওই আবাসনের সামনে এসে কার্যত সাংবাদিকদের সামনে নিজেদের ক্ষোব প্রকাশ করেছেন। #breakingnews #newstoday #murshidabad #westbengal #newslive #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?