Murshidabad : রথ যাত্রার আগে রথ তৈরিতে ব্যস্ত ছুতোর মিস্ত্রিরা|
Murshidabad : রথ যাত্রার আগে রথ তৈরিতে ব্যস্ত ছুতোর মিস্ত্রিরা|
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপর রথযাত্রা উৎসবে মেতে উঠবে নীলাচল ধামের পাশাপাশি গোটা বাংলার মানুষ। রথযাত্রা উৎসবের আগে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকার ছুতোর মিস্ত্রিদের দেখা গেল ছোট ছোট কাঠের রথ তৈরি করতে, একটা সময় ছিল যখন রথযাত্রার আগে ছেলেমেয়েরা নিজেরাই রথ তৈরি করে সেই রথ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো তবে এখন সময়ের সাথে সাথে যোগ পরিবর্তন হচ্ছে, বাচ্চা ছেলেরা নিজেরা এখন রথ তৈরি করে না বরং তারা রথের জন্য বায়না করে বাবা-মায়ের কাছে, বাবা-মায়ের তো সময় নেই রথ তৈরি করে দেবার, তাই বাধ্য হয়ে রথ এখন ফার্নিচারের দোকান থেকেই কিনে আনতে হয়। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ফার্নিচারের দোকানে ছুতোর মিস্ত্রীরা ছোট ছোট কাঠের রথ তৈরি করতেই ব্যস্ত। #newstoday #newsvideo #current_affairs #murshidabad #murshidabad_news @ubanglatvofficial
What's Your Reaction?