Murshidabad : বজরংবালী পূজাকে কেন্দ্র করে উৎসবের আমেজ কান্দি শহর জুড়ে
Murshidabad : বজরংবালী পূজাকে কেন্দ্র করে উৎসবের আমেজ কান্দি শহর জুড়ে
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের প্রভাকড়পাড়া এলাকায় বিগত ১৫ বছর ধরে বজরংবালী পূজার আয়োজন করা হয়ে আসছে। প্রতিবছরের মতো এবছরও শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবারে বজরংবালি পূজার আয়োজন করা হল এবং এই পূজাকে কেন্দ্র করে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মত। শুধুমাত্র বজরংবালি পূজায় নয়, এলাকার বাসিন্দারা সকলে একত্রিত হয়ে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকে এই পূজা কে কেন্দ্র করে এবং দশ হাজার মানুষ একত্রিত হয়ে নরনারায়ন সেবায় অংশগ্রহণ করেন পাশাপাশি বজরংবালি পূজা শেষে পবন পুত্র হনুমানের মূর্তি নিয়ে নগর পরিক্রমা ও নানান বাদ্যযন্ত্র সহকারে শোভা যাত্রার আয়োজন করা হয়ে থাকে। কান্দি শহরের এই হনুমান পূজায় কান্দি শহর তথা আশপাশের গ্রামের ৮ থেকে ৮০র উন্মাদনা থাকে চোখে পড়ার মত। #breakingnews #newstoday #murshidabad #westbengal #newslive #viralnews #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?