Murshidabad : পুনসংস্কারের কাজ না হওয়াই এই দশা সাহাপুরের : U Bangla TV

Murshidabad : পুনসংস্কারের কাজ না হওয়াই এই দশা সাহাপুরের : U Bangla TV

Jan 15, 2024 - 17:55
 0  1

দেখা নেই পরিযায়ী পাখির, আসেনা পর্যটকেরা! মন ভার সাহাপুরবাসীরইংরেজি সালের শুরু থেকেই এ রাজ্যে বিভিন্ন পাখিরালয় থেকে নিস্তব্ধ জলাশয়ে আগমন ঘটে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির, আর তারই মধ্যে পশ্চিমবঙ্গের একটি অতি গুরুত্বপূর্ণ স্থান মুর্শিদাবাদের কান্দি মহকুমার ভরতপুরের শাহাপুড়া বীল। নবাবের এই জেলার আনাচে-কানাচে ই ছড়িয়ে ছিটিয়ে আছে বহু ঐতিহাসিক ঘটনা। আর তারই মধ্যে অন্যতম ভরতপুরের এই সাহাপুর বিল ‌, ।তবে বর্তমানে স্থান এখন যেনো শুধুই হাহাকার। স্মৃতি হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে একটা সময় ছিল যখন এই বিলের ধারের এই মাঠ ভরে উঠতো রাজ্য ও ভিন রাজ্য সহ বিদেশী পর্যটকদের কোলাহলে, ছবি প্রেমী থেকে পক্ষীপ্রেমী সকলের আগমন ঘটতো এখানেইনাইট হেরেন, ওপেন বিল স্টক, কর্মরেন্ট ও ইগ্রেট - সহ বহু প্রজাতির রং বেরঙিন বিদেশি পাখিরা বিদেশ থেকে আসতো এই বিলেই, আর পাখিদের কিচিরমিচির আওয়াজ এ ভরে উঠতো সাহাপুর বিলের এই চত্বরইংরেজি সালের এই জানুয়ারি মাসের প্রথম থেকেই সাহাপুরের এই বিলে পরিযায়ী পাখি দেখতে রীতিমতো ভিড় জমতো বহু পাখি প্রেমী থেকে এলাকাবাসি ও পর্যটকদের।তবে সে সব আর কিছুই নেই, অভিযোগ দীর্ঘদিন ধরেই নাকি সাহাপুরের এই বিলে পুনসংস্কারের কাজ না হওয়াই বছর খানেক থেকেই আর আসে না পরিযায়ী পাখিরা তাই আর দেখা পাওয়া যায় না পর্যটকদেরও কারযত সরকারের অবহেলায় পড়ে ভরতপুরের সাহাপুরের এই বিল এখন শুধুই মরুভূমি যার চারপাশে তাকালে আগাছা আর জঙ্গল ছাড়া কিছুই চোখে পড়বে না। স্মৃতিতে ভরা সেই বিল আজও বয়ে চললেও আর বিলে দেখা মেলে না পরিযায়ী পাখিদের তাই মন ভার ওই এলাকার মানুষেরও। এখন দেখার সত্যিই কি এভাবে একটু একটু করে স্মৃতির পাতায় চলে যাবে সাহাপুরের এই বিল নাকি নজরে পড়বে? ওয়াকিবহাল মহলের।। #murshidabadnews #mursidabad #banglanews #bengalinews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow