Murshidabad : খাওয়ার নিয়ে চরম বিসৃঙ্খলা গণনা কেন্দ্রে
Murshidabad : খাওয়ার নিয়ে চরম বিসৃঙ্খলা গণনা কেন্দ্রে
পঞ্চায়েত নির্বাচনের গ্রাম পঞ্চায়েত আসনের সালারে খাতা খুলতে পারল না নির্দল বিধায়কের নেতৃত্বে প্রার্থী দাঁড় করিয়ে দলের জেলা সভাপতি কে চ্যালেঞ্জ করলেও অবশেষে সালারের সাতটির মধ্য ৫ টি গ্রাম পঞ্চায়েত গেল তৃণমূলের দখলে এবং অপর দুটি আসন নিয়েছে বিজেপি ও কংগ্রেস
সালার বিডিও আশিস মন্ডলের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুললো, গণনা কেন্দ্রে থাকা সরকারি কর্মচারীরা আজ রাজ্য জুড়ে চলছে ভোট গণনা পর্ব। একইভাবেই চলছে শালারেও শালার কলেজে সকাল ছয়টা থেকেই হাজার হাজার মানুষের ভিড় জমেছে গণনা কেন্দ্র পর্বে তবে যে সমস্ত সরকারি কর্মচারীরা ভোটের কাজ করছেন বা গণনার কাজ করছেন তাদের সামান্য খাবারের ব্যবস্থাটুকুও করেনি ভিডিও শুধু তাই নয় গণনা কেন্দ্রের ভিতর ছিল না সাংবাদিকদের কোন জায়গা প্রেস কোন তথ্য জানাতে চাননি সালারের বিডিও আসিস মণ্ডল সঠিক কোন পরিকাঠামো ছাড়াই এভাবেই গণনা কেন্দ্র আয়োজন করায় কার্যত ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা #breakingnews #murshidabad #panchayatelection #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?