Murshidabad | কালীপুজোর সন্ধ্যায় বিধ্বংসী আগুনের ঘটনা | U Bangla TV
Murshidabad | কালীপুজোর সন্ধ্যায় বিধ্বংসী আগুনের ঘটনা | U Bangla TV
মু্র্শিদাবাদের সাগরপাড়ায় কালীপুজোর সন্ধ্যায় বিধ্বংসী আগুনের ঘটনা ঘটল । বাজি ফাটানোর সময় আগুন লাগে বলে খবর পাওয়া যাচ্ছে। সাগরপাড়া থানার চকমথুরা এলাকায় রবিন মন্ডলের বাড়িতে আগুন লাগে। পাকা বাড়ির ছাদের ওপর পাট কাটির পালা ছিল। বাজি ফাটানোর সময় আগুনের ফুলকি পড়ে আগুন লাগে। বিধ্বংসী আকার ধারণ করলে বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু মূহূর্তের মধ্যে সবকিছু পুড়ে যায় হয়ে গেছে। পরে খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাড়া প্রতিবেশীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে চকমথুরা এলাকার বাসিন্দারা। আগুনে বাড়িতে থাকা ৫০টি মুরগি,বাড়ির গম ধান রাইসহ অন্যান্য জিনিসপত্র সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলে জানান প্রতিবেশীরা। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক এবং জলঙ্গী উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ সরকার। এদিন তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শান্তনা দেন। এবং সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
What's Your Reaction?