Medinipur : বিজ্ঞানী কে দেখার উৎসাহে ভিড় জমায় ছাত্র-ছাত্রীরা : U Bangla TV

Medinipur : বিজ্ঞানী কে দেখার উৎসাহে ভিড় জমায় ছাত্র-ছাত্রীরা : U Bangla TV

Mar 10, 2024 - 19:06
 0  3

সম্প্রতি ইসরোর সাফল্য ঘটে চন্দ্রযান ৩ এর সফল উৎক্ষেপনে।ভারতের এই সফলতায় গর্বিত সমস্ত ভারতবাসী।আর ঠিক এইসময় ইসরোর সফলতার পেছনে যে সমস্ত বিজ্ঞানীরা কার্যক্রম করেছিলেন, তাদের শুভেচ্ছা জানানো হয় বিভিন্ন জায়গায়।সেরকমই এক সফল বিজ্ঞানী পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পীযূষ কান্তি পট্টনায়েক।যিনি তাপমাত্রা নিয়ন্ত্রনের দায়িত্বে ছিলেন।সফল এই প্রতিভাবান বিজ্ঞানীর বাড়ি পাঁশকুড়ার উত্তর কাঁটাল গ্রামে।২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত পড়াশোনা করেন পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলে।২০১৫ সালে ইসরোতে যোগদান করেন পীযূষ।তবে ইসরোর সাফল্যে যেমন সাধারন মানুষ খুশি,পাশাপাশি গ্রামের ছেলে পীযূষ ইসরোর যে সফল কর্মী সে কারনে পাঁশকুড়াসহ জেলাবাসীও খুশি। পীযূষ বাড়ি ফিরতেই তার স্কুল পাঁশকুড়া বার্ডলি বার্ট হাইস্কুলের পক্ষথেকে সংবর্ধনা দেওয়া হয়।আর ঠিক এই কারণেই স্বচক্ষে পীযূষ পট্টনায়েককে দেখবার জন্য ভিড় জমান ছাত্রছাত্রীরা। তার এই উপস্থিতি বর্তমান ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা যোগাবে এমনটাই মনে করেন স্কুল কর্তৃপক্ষ। #medinipur #westbengal #chandrayan3 #breakingnews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow