Malda : মালদার গাজোল রাস উৎসব ২৬ তম বছরে পদার্পণ করেছে : U Bangla TV
Malda : মালদার গাজোল রাস উৎসব ২৬ তম বছরে পদার্পণ করেছে : U Bangla TV
মালদার গাজোল সর্বজনীন রাস উৎসব ২৬ তম বছরে পদার্পণ করেছে এবং এই বছর ১৭ দিনব্যাপী এ রাস মেলা চলেছে মঙ্গলবার রাতে ছিল রাস মেলার শেষ রজনী। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেটে গেল গাজোলের রাস উৎসব মেলার ১৭ টা দিন। মেলা উপলক্ষে বসেছিল আনন্দমেলা, বিভিন্ন কেনাকাটার দোকান, বাচ্চাদের মনোরঞ্জনের সব খেলার জিনিস। শেষ দিনে ছিল চোখে পড়ার মানুষের উপচে পড়া ভিড়। মঙ্গলবার রাত্রে জীবন্তর ট্রাবলো ভ্রাম্যমানের মধ্য দিয়ে শেষ হলো গাজোলের সর্বজনীন ২৬ তম বর্ষ রাস মেলা। জানা যায় কদুবাড়ি এলাকায় থেকে ৫১ টি জীবন্তর ট্রাবলো ভ্রাম্যমাণের মধ্য দিয়ে গাজোলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। জীবন্তর ট্যাবলোর মধ্যে ছিল বিভিন্ন দেব-দেবীর মূর্তি দিয়ে সুসজ্জিত। রাস মেলা কমিটির সভাপতি বিধান রায় বলেন জীবন্তর ভ্রাম্যমান ট্যাবলতে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে প্রথম দ্বিয় তৃতীয় পুরস্কৃত করা হয়েছে।এছাড়াও ট্যাবলেটে অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগিতায় প্রত্যেককে সান্তনা পুরস্কৃত করা হয় , তিনি আরো বলেন রাস মেলা সাফল্যমন্ডিত করতে এলাকার মানুষ থেকে পুলিশ প্রশাসন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আগামী দিনও এভাবেই আমরা মানুষের সাহায্য আশা করি। আগামী দিনগুলি যেন এভাবেই মানুষ আমাদের পাশে থাকে তাহলে আমরা আরো ভালোভাবে গাজোলের রাস উৎসব চালিয়ে যেতে পারবো। #malda #maldanews #newstoday #banglanews #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?