Malda : স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতায়ে অভিযুক্ত দুইজন গ্রেপ্তার করলো পুলিশ : U Bangla TV

Malda : স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতায়ে অভিযুক্ত দুইজন গ্রেপ্তার করলো পুলিশ : U Bangla TV

Feb 21, 2024 - 14:23
 0  3

বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতাই - এ অভিযুক্ত দুই জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন।ধৃত দুই দুষ্কৃতির নাম সামিউল্লাহ ও আব্দুল সেখ।তাদের বাড়ি বিহারের কাঠিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া এলাকায়। উল্লেখ্য চলতি মাসের ৬ তারিখে সন্ধা সাতটা নাগাদ স্বর্ণকার কোমল ঠাকুর বাইক নিয়ে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল। সেই সময় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশীদা গ্রাম পঞ্চায়েতের তেতুলচক - বিঝট এর মধ্যবর্তী এলাকায় হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে। জোর করে ক্যাশ ও কিছু সামগ্রী ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। তারপর বাংলা বিহারের সীমান্তবর্তী একাধিক এলকায় তল্লাশী চালায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অবশেষে ঘটনার ১৫ দিন পর বিহারের কাঠিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া গ্রাম থেকে ওই ঘটনায় দুইজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গ্রেপ্তার করার পর দুই জন দুষ্কৃতিকে চাঁচল মহকুমা আদলতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বলে সূত্রে খবর।জিজ্ঞাসাবাদ করে বাকিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ শুরু করে হরিশ্চন্দ্রপুরের মার্চেন্ট চেম্বার অব কমার্স এর কর্মকর্তারা। হরিশ্চন্দ্রপুরের মার্চেন্ট চেম্বার অব কমার্স সম্পাদক পবন কেডিয়া বলেন,বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় ছিনতাই এর ঘটনায় তারা আতঙ্কিত ছিলেন । পুলিশ প্রশাসন ইতি মধ্যে ছিনতাই এর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে। তিনি ধন্যবাদ জানান হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গাজম সহ তদন্তকারী পুলিশ কর্তাদের। তিনি আরো জানান স্বর্ণ ব্যাবসায়ীর টাকা ও সামগ্রী উদ্ধার হলে তারা আরো খুশি হবেন । #malda #maldanews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow