Malda : সাঁওতালি ভাষায় অনার্স : U Bangla TV

Malda : সাঁওতালি ভাষায় অনার্স : U Bangla TV

Jan 19, 2024 - 15:35
 0  4

মালদা তে এবার প্রথম মালদা জেলার কলেজে সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়েছে।মালদহের বামনগোলা ব্লকে পাকুয়াহাট ডিগ্রী কলেজে এই বছর থেকেই সাঁওতালি ভাষায় পঠন পাঠন শুরু হবে । ইতিমধ্যে পাকুয়াহাট ডিগ্রী কলেজে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে।উত্তরবঙ্গের প্রথম মালদা জেলাতেই সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়েছে । রাজ্য সরকারের সিদ্ধান্ত খুশি সাওতালি আদিবাসী সম্প্রদায় ছাত্র ছাত্রীরা।এদিন তারই সবুজ সংকেত দিয়েছেন রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর । শুধু কলেজেই নয় এটা গোটা মালদা জেলার ক্ষেত্রেও একটা বড় খবর ।মালদা জেলার আদিবাসী অধ্যুষিত ব্লক বলতে,হবিবপুর,বামনগোলা, গাজল ব্লক, আদিবাসী যুবক যুবতীরা দীর্ঘদিন ধরে সাঁওতালি ভাষায় পঠন পাঠন এবং ওই ভাষার অনার্স কোর্স চালু করার দাবি তুলেছেন । পড়ুয়াদের দাবিকে মান্যতা দিয়ে কিছুদিন আগে পাকুয়াহাট ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের কাছে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু করার প্রস্তাব দেয় । সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং ভর্তি প্রক্রিয়াও শুরু হয়েছে। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ বলেন, এই কলেজটি আদিবাসীদের এলাকায় । অনেকদিন ধরে এলাকার মানুষ কলেজে সাঁওতালি ভাষা অনার্স কোর্স দাবি করেছিলেন মানুষের দাবি মেনে রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানিয়েছিলেন । মুখ্যমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে সাঁওতালি ভাষায় অনার্স চালু করার সবুজ সংকেত দেয়। এই বছর থেকেই সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়ে যাবে। বর্তমানে কোনো সাঁওতালি ভাষার শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়নি বলেই এখনও পর্যন্ত পঠন পাঠন চালু হয়নি । তবে খুব শীঘ্রই তারা এই ব্যবস্থা নেবেন। সিট সংখ্যা মাত্র ৩০ টি রয়েছে তার মধ্যে ২৮ জন ভর্তি হয়েছে।কিন্তু এখন পর্যন্ত শিক্ষক শিক্ষিকা না থাকাই পঠন-পাঠন চালু হয়নি।এ বিষয়ে ছাত্র অমল হেমরম, বিষম সরেন, জানিয়েছে -এই প্রথম পাকুহাট ডিগ্রী কলেজে সাঁওতালি ভাষায় পঠন-পাঠন শুরু হওয়ায় খুব খুশি হয়েছেন তারা । কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হলেও এখনো শিক্ষক শিক্ষিকার অভাবে পঠন-পাঠন চালু হয়নি।এই নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে কিছুটা মুখ ভার হয়েছে।কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে--কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন খুব শীঘ্রই পঠন-পাঠন চালু হবে । #malda #maldanews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow