Malda : সরস্বতী পুজোর আগে দাম বৃদ্ধি ইলিশ মাছের : U Bangla TV
Malda : সরস্বতী পুজোর আগে দাম বৃদ্ধি ইলিশ মাছের : U Bangla TV
সরস্বতী পুজোর আগে দাম বৃদ্ধি ইলিশ মাছের । মালদহের প্রতিটি বাজারে চাহিদা বেড়েছে বর্তমানে ইলিশ মাছ এর । কারণ সরস্বতী পুজোয় জোড়া ইলিশ অনেকেই খেয়ে থাকেন। এই সময় ইলিশ মাছ পাওয়া যায় না। মূলত বরফে সংরক্ষণ করে রাখা ইলিশ বাজারে বিক্রি হয়। গত প্রায় এক সপ্তাহ আগে ইলিশ মাছের দাম কম ছিল। সরস্বতী পুজোর ঠিক তিন দিন আগে বাজারের দাম বৃদ্ধি হতে শুরু করেছে। বর্তমানে বাজারে এক হাজার টাকা থেকে বারশো টাকা কেজি দরে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। ছোট আকারে ইলিশের দাম ৮০০ টাকা কেজি। তবুও সাধারণ মানুষ মাছ কিনছেন। বর্ষার মরশুমের মত প্রচুর পরিমাণে ইলিশ এখন পাওয়া যাচ্ছে না। তাই সংরক্ষণ করে রাখা ইলিশ মাছের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। আবার বড় আকারে ইলিশ মিলছে না বাজারে। ছোট আকারের ইলিশ কিনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের #malda #maldanews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?