Malda : রেশন সামগ্রী না দিয়ে গ্রাহকের নাম এন্ট্রি করিয়ে ডিউ স্লিপ ধরিয়ে দেওয়ার অভিযোগ : U Bangla TV
Malda : রেশন সামগ্রী না দিয়ে গ্রাহকের নাম এন্ট্রি করিয়ে ডিউ স্লিপ ধরিয়ে দেওয়ার অভিযোগ : U Bangla TV
রেশন সামগ্রী না দিয়ে গ্রাহকের নাম এন্ট্রি করিয়ে ডিউ স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে, চড়া দামে রেশন সামগ্রী বিক্রি করে পাচারের অভিযোগ ডিলারের বিরুদ্ধে, বিডিওর কাছে অভিযোগ দায়াএর করে বিক্ষোভ এলাকাবাসীর মালদার হরিশ্চন্দ্রপুর ,০৩ফেব্রুয়ারী, বলাই পোদ্দার: দীর্ঘ দুই মাস ধরে রেশন সামগ্রী পাচ্ছেন না উপভোক্তারা।ফিঙ্গারপ্রিন্ট নিয়ে শুধু ধরিয়ে দেওয়া হচ্ছে স্লিপ।রেশন সামগ্রী নিতে গেলেই টালবাহানা করছে ডিলার। অভিযোগ,রেশন সামগ্রী অন্যত্র পাচার করে চড়া দামে বিক্রি করে দিচ্ছে ডিলার।বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করে বিক্ষোভ দেখান এলাকাবাসী।তারপরেই নড়ে-চড়ে বসে প্রশাসন।বিডিওর নির্দেশে ডিলারের খোঁজে যান ব্লকের খাদ্য দপ্তরের ফুড সাপ্লাই ইন্সপেক্টর হীরক ঘোষ।কিন্তু খোঁজ মেলেনি ডিলারের।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রামের রেশন ডিলার শ্যামানন্দ সিনহার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।বিষ্ণুপুর ও কাটাবাড়ী গ্রামের বাসিন্দারা তার কাছ থেকে রেশন সামগ্রী নিয়ে থাকেন।উপভোক্তাদের অভিযোগ,দীর্ঘ দুই মাস ধরে তারা রেশন সামগ্রী পাচ্ছেন না।এই মাসে তিন মাস হতে চলল।কিন্তু বারবার গেলেও বিভিন্ন অজুহাত দিচ্ছেন ওই ডিলার।আর উপভোক্তাদের প্রাপ্য সামগ্রী পাচার করে বিক্রি করে দিচ্ছে চড়া দামে।এই অভিযোগেই শুক্রবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডলের কাছে অভিযোগ করেন এলাকাবাসী। #malda #maldanews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?