Malda : 'রাস্তা নেই ভোট নেই, জল নেই ভোট নেই' শ্লোগান দিয়ে বিক্ষোভ মালদায়
Malda : 'রাস্তা নেই ভোট নেই, জল নেই ভোট নেই' শ্লোগান দিয়ে বিক্ষোভ মালদায়
গ্রামে ঢোকার মূল রাস্তা বেহাল। সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা। ভোট আসে ভোট যায়,প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি এলেও আজও সেখানে রাস্তা নির্মাণ হয়নি। গ্রামে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। সম্প্রতি চালু হওয়া 'পথশ্রী’ প্রকল্পেও কোনো কাজ হয়নি। অবশেষে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রনিয়াবাড়ি বাসিন্দাদের একাংশ।বুধবার সকাল ১০ টা নাগাদ স্থানীয় মহিলা-পুরুষরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন। 'রাস্তা নেই ভোট নেই,জল নেই ভোট নেই' শ্লোগান দিতে থাকেন তাঁরা।
#newstoday #news #banglanews #malda #maldanews @ubanglatvofficial
What's Your Reaction?