Malda : মালদায় শুরু হস্তমেলা : U Bangla TV

Malda : মালদায় শুরু হস্তমেলা : U Bangla TV

Mar 6, 2024 - 16:00
Mar 6, 2024 - 16:30
 0  5

মালদাতে রকমারি জিনিসের পসরা নিয়ে শুরু হয়েছে জেলা হস্ত তাঁত শিল্প ও স্বরোজগার মেলা। মালদা কলেজ ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণভাবে। এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। মূলত জেলার কুটির শিল্পকে তুলে ধরা হবে এই মেলার মাধ্যমে। এখানে এলে দেখতে পাবেন পুরুলিয়া না গিয়েও ছৌ মুখোশ, আবার বাঁকুড়ার টেরাকোটাও মিলবে এখানে। এছাড়াও হাতের তৈরি জিনিসপত্র দিয়ে বাড়ি সাজাতে যাঁরা ভালবাসেন তাঁদের কাছে এই হস্তশিল্পের মেলা কিছুটা স্বর্গোদ্যানের মত। হরেক রকমের জিনিস থাকছে এই মেলায়। এই মেলাতে আরও রয়েছে বেত ও কাঠের আসবাবপত্র থেকে শুরু করে-- ধনিয়াখালি, বালুচরি শাড়ির সম্ভারও। ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০ টি স্টল রয়েছে হস্তশিল্পের মেলায়। ভোজনরসিক বাঙালিদের জন্য খাওয়া-দাওয়ার সুবিধাও রয়েছে এখানে। আজ এই মেলার উদ্বোধন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া । এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,বিধায়ক আধিকারিক সাবিত্রী মিত্র, জেলা শিল্প আধিকারিক মানবেন্দ্র মণ্ডল, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা। #malda #maldanews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow