Malda : মডেল পোলিং ষ্টেশনের প্রদর্শন : U Bangla TV
Malda : মডেল পোলিং ষ্টেশনের প্রদর্শন : U Bangla TV
মালদাতে প্রথম মডেল পোলিং ষ্টেশনের প্রদর্শন করা হলো মালদা জেলা বইমেলায়। নতুন ভোটারদের সচেতন করার জন্য এবং অন্যান্য ভোটারদের মধ্যে উৎসাহ বাড়ানোর জন্য এই প্রদর্শন।ভোট দিলেন অঙ্কিতা সাহা, ঋতিকা মার্ডিরা। তবে ব্যালেট নয়, একেবারে ইভিএম মেশিনের বোতাম টিপে। আসলে লোকসভা নির্বাচন বলে কথা। বোতাম টিপে ভোট দিতে পেয়ে বেজায় খুশি কলেজ পড়ুয়ারা। তাদের কথায়, "এবার তাদের নতুন ভোট হয়েছে। বইমেলায় এসে ভোট দিতে পারবে সেটা ভাবতেই পারেনি। হাতেকলমে ভোট দেওয়া শিখল তারা। খুব ভালো লাগেছে তাদের। সামনেই লোকসভা নির্বাচন। মাস কয়েক পরেই বুথে গিয়ে ভোট দেবে। তার আগেই শেখা হল।" দোরগোড়ায় লোকসভা ভোট।দেশের সরকার গঠনের নির্বাচন। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে শুরু হয়ে গিয়েছে নির্বাচনের প্রস্তুতি। এবার অনেক নতুন ভোটারের নাম ভোটার তালিকায় উঠেছে। তাঁদের অধিকাংশের কাছেই ইভিএম এবং ভিভিপ্যাট-এর মতো বিষয়গুলি অজানা। এজন্য বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নতুন ভোটারদের ইভিএম ও ভিভিপ্যাট চেনাতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় চালু করা হয়েছে ইভিএম প্রদর্শন কেন্দ্র। গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে নির্বাচন কমিশনের ভ্রাম্যমান গাড়ি। তবে এবার লোকসভা নির্বাচনের সচেতনতামূলক প্রচারে নজির গড়তে চলেছে মালদহ জেলার বইমেলা। এই প্রথম জেলা বইমেলায় খোলা হয়েছে এক অভিনব স্টল।আস্ত একটা 'মডেল ভোটগ্রহণ কেন্দ্র'। সৌজন্যে অবশ্যই নির্বাচন কমিশন। একটি বুথে যা যা থাকে তার সবই রয়েছে। প্রবেশ পথে উর্দিধারী রক্ষী। তারপর প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার। রয়েছেন সব দলের পোলিং এজেন্ট। ভোটদান কক্ষে রয়েছে ইভিএম। আছে ভিভিপ্যাট যন্ত্রও। গোটা বুথের প্রহরায় পুলিশ। এই ধরনের ব্যবস্থাপনা স্বভাবতই নজর কেড়েছে নতুন ভোটারদের। কলেজ ছাত্রী ঋতিকা মার্ডি বলেন, "নির্বাচন কমিশন এবং মালদহ জেলা প্রশাসন এই ধরনের স্টল চালু করে খুব ভালো করেছে। কারণ, তারা নতুন ভোটার, ভোটদান পর্বটা এখানেই তারা বুঝে নিতে পারছে। ভয়টা কেটে যাচ্ছে।" এই স্টলে প্রিসাইডিং অফিসারের আসনে বসে থাকা জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, "ভোটটা যে তাদের মৌলিক অধিকার, সেটাও তারা নতুন ভোটারদের বোঝাতে পারছে।" নতুন ভোটারদের সচেতন করার পাশাপাশি সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে এভাবেই 'মডেল ভোটগ্রহণ কেন্দ্র' তৈরি করে প্রচার চালানো হচ্ছে জেলা বইমেলায়। তাতে ব্যাপক সাড়াও মিলছে বলে দাবি করেন এক আধিকারিক। মালদহ জেলা প্রশাসনের দাবি, বইমেলায় ''মডেল বুথ'' রাজ্যে এই প্রথম। #malda #maldanews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?