Malda : বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ : U Bangla TV

Malda : বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ : U Bangla TV

Feb 9, 2024 - 16:59
 0  1

ব্যাংকের লোন পরিশোধ হয়ে গেলেও এখনও লোনের টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন গ্রাহকরা। । ঘটনাটি ঘটে বামনগোলা ব্লকের জগদল্লা গ্রাম পঞ্চায়েতের জেটরুল গ্রামে । এলাকাবাসী অভিযোগ লোনের টাকা দিনের পর দিন মাসের পর মাস পরিশোধ করলেও ওই সংস্থার কর্মীরা জানান টাকা পরিশোধ হয়নি এই নিয়ে এলাকাবাসী বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। এই বিষয় নিয়ে খবর দেওয়া হয় পাকুয়াহাট ফাঁড়ির পুলিশকে । পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে ঘটনাস্থলে । অবশেষে ওই সংস্থার লোন রিকোভারির দুই কর্মীকে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ নিয়ে যায় । এলাকাবাসীরা জানান এস কে নামক একটি সংস্থার কাছ থেকে লোন নেওয়া হয়, অভিযোগ ২০২১ সালে লোন নেওয়া হয়েছিল প্রায় ৭০ হাজার টাকার মতো দুই বছরের মধ্যে কিস্তি পরিশোধ গেলেও মাঝে মধ্যেই ওই সংস্থার ব্যাংক থেকে ফোন করে বলা হচ্ছে তাদের লোন পরিশোধ হয়নি, কখনো বলা হছে ৭৮ হাজার কখনো বা আবার ৬৫ হাজার লোন বাকি রয়েছে । ওই সংস্থার ব্যাংকের টাকা এখনো বাকি রয়েছে এই নিয়ে গ্রাহকদের অভিযোগ দুই বছরে যে টাকা জমা দিয়েছেন সেই টাকা কোথায় গিয়েছে । তাই আজ ওই সংস্থার লোন নিতে আশা সংস্থার কর্মীদের, গ্রামের বাসিন্দারা আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন ।ওই সংস্থার কর্মীরা জানান- তাদের আটকে রেখেছে এ বিষয়ে তাদের কোম্পানির সিনিয়র ম্যানেজার আসবে তাদের সঙ্গে কথা বলার পরেই তাদের ছাড়বে বলে জানিয়েছে এলাকাবাসী । #malda #maldanews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow