Malda : পুলিশের উদ্যোগে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো : U Bangla TV
Malda : পুলিশের উদ্যোগে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো : U Bangla TV
জেলা পুলিশের উদ্যোগে দ্বিতীয় গৌড় মালদা ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো রবিবার। রান ফর রিভার এই স্লোগানকে সামনে রেখে এদিন মালদা জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড়। মালদা শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদী সংস্কারের লক্ষ্যে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। ভিন জেলা এবং ভিন রাজ্যের কয়েক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল ম্যারাথন দৌড়ে। ২১, ১০ এবং ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আনুষ্ঠানিক সূচনা হয় মালদা কলেজ ময়দান থেকে। নির্দিষ্ট রাস্তা অতিক্রম করে দৌড় শেষ হয় মালদা কলেজ ময়দানে। উপস্থিত ছিলেন, মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, পুলিশের উচ্চপদস্থ অফিসার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। দৌড় শেষে প্রাইজমানি এবং মেমেন্টো তুলে দেওয়া হয় সফল প্রতিযোগীদের হাতে। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, রান ফর রিভার এই স্লোগানকে সামনে রেখে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। মহানন্দা নদীকে কেন্দ্র করে তিনটি বিভাগে দৌড়ের আয়োজন করা হয়। গতবারের ম্যারাথন দৌড় সাফল্য পেয়েছিল জেলা পুলিশ। ২১,১০ এবং ৫ কিলোমিটার তিনটি বিভাগে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। #malda #maldanews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?