Malda : জমিতে জল জীবন মিশন প্রকল্পের জেরে বিক্ষোভ গ্রামবাসীদের : U Bangla TV

Malda : জমিতে জল জীবন মিশন প্রকল্পের জেরে বিক্ষোভ গ্রামবাসীদের : U Bangla TV

Mar 4, 2024 - 16:07
Mar 4, 2024 - 18:30
 0  3

স্থানীয় এলাকায় গ্রামের লোকের জমিতে জল জীবন মিশনের প্রকল্পের কাজ করতে হবে এই দাবি তুলে ওয়াটার রিজার্ভার নির্মাণ কাজ বন্ধ করলেন গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ফতেপুর গ্রামে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে এলাকার একটি জমিতে জল জীবন মিশন এর জন্য ওয়াটার রিজার্ভার নির্মাণের কাজ চলছিল। ফতেপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ ভৈরবপুর এলাকার লোক এই এলাকায় এসে জমি কিনে সেখানে জল জীবন মিশনের জন্য সরকারকে জমি দিয়েছে। কিন্তু বাসিন্দাদের অভিযোগ বাইরের লোক এখানে এসে জমি ক্রয় করে তারপরে সরকারকে জমি দিচ্ছে সেটা কোনোমতেই মেনে নেওয়া যাবে না। তাদের দাবি ফতেপুর এলাকাতেই অনেকেই জমি দিতে প্রস্তুত এই জল প্রকল্প নির্মাণের জন্য। অবিলম্বে ফতেপুর এলাকারই কোন বাসিন্দার জমি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জলজীবন মিশনের কাজ করতে হবে। আর এই দাবি তুলে এদিন ফতেপুর এলাকার বাসিন্দারা কাজ বন্ধ করে দেন। বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে ঠিকাদার সংস্থার লোকেরাও কাজ বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দা মাধব মন্ডলের দাবি এলাকায় অনেক জমি রয়েছে। তাহলে কেন বাইরের লোক এসে জমি কিনে সেই জমি সরকারকে দেবে। তারা চান এলাকার লোকের কাছ থেকে সরকার সরাসরি জমি নিক। তারা এই দাবিতেই কাজ বন্ধ করেছেন । তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের সামিল হবেন বলেই হুঁশিয়ারি দেন। এ প্রসঙ্গে ঠিকাদারি সংস্থার এক ব্যক্তিই জানান তরা কাজ করছিলেন স্থানীয় লোকরা তাদের কাজ করতে বাধা দেন। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করছিলেন বলে তারাও কাজ বন্ধ করে দিয়েছেন । এ প্রসঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হবে। #malda #maldanews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow