Malda : জগন্নাথ মন্দিরে ৪০ প্রহর ৭ দিনব্যাপী অনুষ্ঠান : U Bangla TV

Malda : জগন্নাথ মন্দিরে ৪০ প্রহর ৭ দিনব্যাপী অনুষ্ঠান : U Bangla TV

Apr 1, 2024 - 17:22
 0  2

মালদার গাজোল ধর্মতলা সর্বজনীন জগন্নাথ মন্দিরে ৪০ প্রহর কীর্তন ও সাত দিনব্যাপী অনুষ্ঠান হয় । সর্বজনীন ধর্মতলা জগন্নাথ মন্দিরে সাত দিন অনুষ্ঠানের এদিন তার প্রথম দিন । ৪০ প্রহর নাম কীর্তন ও পদা কীর্তন অনুষ্ঠানটির পরিচালনায় মালদার গাজোল সার্বজনীন ধর্মতলা জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে । এই অনুষ্ঠানে পথো কীর্তন , নাম কীর্তন ও সর্বশেষে রয়েছে কুঞ্জ ভঙ্গের পরে নরনারায়ন সেবার আয়োজন। এই অনুষ্ঠান উপলক্ষে এদিন গাজোল সার্বজনীন জগন্নাথ মন্দিরের সকল ভক্তবৃন্দরা দোলনা বানিয়ে সেই দোলাতে ছোট গোপালকে বসিয়ে খোল, করতাল, বাজিয়ে সংকীর্তনের মধ্য দিয়ে মালদার ধর্মতলা মোড় হইতে শুভযাত্রা বের করে সারা গাজোল পরিক্রমা করে পুনরায় ধর্মতলা সার্বজনীন জগন্নাথ মন্দিরে এসে পরিক্রমা শুভ যাত্রাটি শেষ করেন । এই ৪০ প্রহর সাতদিন ব্যাপী এই অনুষ্ঠানে শুভযাত্রা পরিক্রমা তে আনুমানিক দুই হাজার ভক্তবৃন্দদের আগমন হয় । এবছর নয় প্রতিবছরই মালদার গাজোল ধর্মতলা সার্বজনীন জগন্নাথ মন্দিরে এই অনুষ্ঠান হয়ে থাকে এবছর ষষ্ঠ তম বর্ষ হতে চলেছে । এই অনুষ্ঠানে নামিদামি শিল্পীরা আসেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে। মালদার গাজোল সার্বজনীন জগন্নাথ মন্দিরের এই অনুষ্ঠান ভক্তি, শ্রদ্ধা ,নিষ্ঠা ও জাঁকজমকের মধ্য দিয়ে হয়ে থাকে ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow