Malda : ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মশা নিয়ন্ত্রণে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি
Malda : ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মশা নিয়ন্ত্রণে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি
ইংরেজবাজার পৌরসভার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মশা নিয়ন্ত্রণে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি। বর্ষার মরশুমে বিভিন্ন জলাশয় ও ড্রেনে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে মালদা শহরের ওমেন্স কলেজ রোড এলাকায় একটি পুকুরে ছাড়া হয় গাপ্পি মাছ। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্থানীয় কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, শিপ্রা রায় সহ অন্যান্য কাউন্সিলর ও পৌর আধিকারিকরা। জানা গিয়েছে এদিন শহরের ৩৮ জায়গায় প্রায় লক্ষাধিক গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করতে বিভিন্ন জায়গায় জমা জলে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মশার লার্ভা খেয়ে ফেলবে গাপ্পি মাছগুলো। মশা নিয়ন্ত্রণের জন্য পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। #breakingnews #newstoday #banglanews #malda #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?