Kurseong : চা শ্রমিকদের সঙ্গে নিজস্ব ভঙ্গিতে চা পাতা তুলে জনসংযোগ মুখ্যমন্ত্রীর : U Bangla TV

Kurseong : চা শ্রমিকদের সঙ্গে নিজস্ব ভঙ্গিতে চা পাতা তুলে জনসংযোগ মুখ্যমন্ত্রীর : U Bangla TV

Dec 7, 2023 - 16:51
 0  4

ছয়দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা থেকে বিশেষ বিমানে বাগডোগরা নামেন তিনি৷ এরপর তিনি সোজা চলে যান কার্শিয়াং। কার্শিয়াংয়ে মুলত পারিবারির একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কার্শিয়াং সহ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে তার একাধিক কর্মসূচি রয়েছে। পাহাড়ে এসে মুখ্যমন্ত্রীকে বরাবর দেখা যায় খোস মেজাজে। পাহাড়বাসীদের সঙ্গে নিজেকে একাত্ব করে নেওয়ার লোভ তিনি সামলাতে পারেন না। পাহাড়ে এসে প্রাতঃভ্রমণ করাটাও মুখমন্ত্রীর ভীষন পছন্দের। এর আগে মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছিল পাহাড়ে এসে মোমো বানাতে। এবার পাহাড়ে এসে তিনি তুললেন চা পাতা। বৃহস্পতিবার কার্শিয়াংয়ের তার এবারের সফরসূচির প্রথম প্রভাতে তাকে দেখা গেল ভিন্ন রূপে। একেবারে পাহাড়ি পোষাক পরিহিত হয়ে চা পাতা তুললেন নিজস্ব ছন্দে। মুখ্যমন্ত্রী এদিন মকাইবাড়ি চা বাগান পরিদর্শনে যান। জনসংযোগ করেন সেখানে এরপরই পাহাড়ি পোশাক পড়ে চা শ্রমিকদের সঙ্গে পাহাড়ি গানে গলা মেলাতেও দেখা যায়। প্রতি বছর উত্তরবঙ্গ সফরে এসে কিছু চমক দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী। চা শ্রমিকদের দাবি দাওয়া রয়েছে বিস্তর। চা পাতা তুলে শ্রমিকদের সঙ্গে একাত্ব হওয়ার পর চা বাগান নিয়ে নতুন কোনো চমক রয়েছে কিনা। কিংবা লোকসভা নির্বাচনের আগে পাহাড় নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন কোনো চিন্তাভাবনা প্রকাশ্যে আসে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে পাহাড়বাসীর পাশাপাশি গোটা উত্তরবঙ্গবাসী।

#kurseong #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow