Kolkata : শুরু হয়ে গেল ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা ব‌ই মেলা উৎসব : U Bangla TV

Kolkata : শুরু হয়ে গেল ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা ব‌ই মেলা উৎসব : U Bangla TV

Jan 20, 2024 - 15:24
 0  6

শুরু হয়ে গেল ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা ব‌ই মেলা উৎসব । ৩১ এ জানুয়ারি পর্যন্ত চলবে এই ব‌ই পার্বন । বৃহস্পতিবার করুণাময়ী ব‌ইমেলা প্রাঙ্গনে হাজারো ব‌ইপ্রেমি মানুষ ভিড় করেছিলেন। নিজ হাতে ঘন্টাধ্বনি ও ফিতে কাটার মধ্যে দিয়ে ব‌ইমেলার উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী । সাঁওতালি নৃত্যশিল্পীদের সাথে তালে তালও মেলান তিনি ।অংশগ্রহণকারী ২০ টি দেশের অতিথিদের এবং বিশেষত ব্রিটেনকে মঞ্চ থেকে শুভেচ্ছা বার্তা জানান । ব‌ইমেলা নিয়ে স্বরচিত একটি কবিতাও পাঠ করেন তিনি। উল্লেখ্য এইবারের ব‌ইমেলায় মোট ৮ টা ব‌ই প্রকাশ পাবে মুখ্যমন্ত্রীর। তৃণমূল স্তরে তৃণমূলের জয় , উৎসব সবার , কবিতাবিতানের ইংরাজি অনুবাদ প্রমুখ। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগ্রিকালচার মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, ট্যুরিজম মন্ত্রী ইন্দ্রনীল সেন, দমকল মন্ত্রী সুজিত বোস, কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, সংসদ মালা রায়, দোলা সেন, শান্তনু সেন, জয়েন্ট কমিশনার অফ পুলিশ কলকাতা বিনীত গোয়েল, বিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, জেনারেল সেক্রেটারি সুধাংশু শেখর দে, বাংলাদেশের উপ হাইকমিশনার কলকাতা, আন্দালিব ইলিয়াস, আইপিএস সৌরভ শর্মা, এমএলএ বিমান বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা । এদিন মুখ্যমন্ত্রী বিভিন্ন বইয়ের স্টল ঘুরে দেখেন। বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স ইলিস সিএমজি, ব্রিটিশ কাউন্সিল অফ ইন্ডিয়ার ডিরেক্টর অ্যালিসন ব্যারেট এমবিই এবং সাহিত্যিক বাণী বসু। ড. রামপ্রসাদ গোয়েঙ্কাকে সিইএসসি সৃষ্টি সম্মান প্রদান করা হয়েছে।বইমেলার এ বারের থিম ব্রিটেন। এই নিয়ে চতুর্থ বার ব্রিটেনের থিমে কলকাতায় বইমেলার আয়োজন করা হল। বইমেলা প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লন্ডনযাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, ‘‘তিনি লন্ডনের প্রতিটি রাস্তা চেনেন। ওখানে গিয়ে তিনি কখনও গাড়িতে ঘোরেন না। পায়ে হেঁটেই ঘোরেন।তিনি আরও বলেন লন্ডন আমাদেরও শহর।’’ ব্রিটিশ ভারতে ইংরেজদের উন্নয়নমূলক কাজ এবং তাঁদের তৈরি উৎকৃষ্ট স্থাপত্য, ভাস্কর্যের প্রশংসাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।এ বছর বইমেলায় ২০টি দেশ অংশগ্রহণ করেছে। তাঁদের প্রতিনিধিরাও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমেরিকা, ফ্রান্স, বাংলাদেশ, জার্মানি, ইটালি, স্পেন, রাশিয়া, থাইল্যান্ড, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া, মেক্সিকো, কিউবার মতো দেশের নাম উল্লেখ করে তাঁদের প্রতিনিধিদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। কলকাতা বইমেলাকে ‘বিশ্বমেলা’ বলে অভিহিত করেন।বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় রাজ্যসঙ্গীত গেয়ে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে। থিমের দেশকে সামনে রেখে ১৯ জানুয়ারি বইমেলায় ‘ব্রিটেন ডে’ পালিত হবে। এ ছাড়াও বিভিন্ন দিনে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। ২০ জানুয়ারি বইমেলায় পালিত হবে ‘বাংলাদেশ দিবস’। বইমেলা প্রাঙ্গণে শিশুদের জন্য উদ্‌যাপিত হবে ২১ জানুয়ারি দিনটি। ওই দিনের নাম দেওয়া হয়েছে ‘শিশু দিবস’। শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে সে দিন। আগামী ২৪ জানুয়ারি প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ দিন। বইমেলায় ওই দিনটি পালিত হবে ‘সিনিয়র সিটিজ়েন ডে’।বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বছরের মধ্যে তিনি নিজের ১৫০টি বইয়ের গণ্ডি ছুঁয়ে ফেলবেন। বলেন, ‘‘আগের বার ১৩৬টা বই ছিল। এ বার ১৪৩টা হয়েছে। পরের বার আর সাতটা করে দেবেন, ১৫০ হয়ে যাবে।’’ #kolkatanews #kolkata #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow