Kolkata : মাত্র ৫৫ বছর বয়সেই থেমে গেল সুরেলা সফর : U Bangla TV
Kolkata : মাত্র ৫৫ বছর বয়সেই থেমে গেল সুরেলা সফর : U Bangla TV
শাস্ত্রীয় সংগীতে নক্ষত্রপতন। মাত্র ৫৫ বছর বয়সেই থেমে গেল সুরেলা সফর।। গতকাল বিকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওস্তাদ রশীদ আলী খান। এই মুহূর্তে রবীন্দ্র সদনে রাখা হয়েছে তার মরদেহ।শেষ শ্রদ্ধা জানাতে বিশিষ্টজনদের ভিড়। অনুরাগীরা প্রিয় শিল্পীকে শেষ বারের মতো দেখার অপেক্ষায়। বুধবার রবীন্দ্রসদন চত্বরে শেষ শ্রদ্ধা জানাতে উপচে পড়েছিল ভিড়।এদিন সকাল ৯টা ৪০ মিনিটে নাকতলার বাড়ি থেকে রশিদের মরদেহ রবীন্দ্রসদনে নিয়ে আসা হয়। রবীন্দ্র সদনে উপস্থিত ছিলেন শিল্পীর পরিবার এবং নিকটাত্মীয়রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, দেবাশিস কুমার। বেলা ১টা নাগাদ শিল্পীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল।প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে সঙ্গীত জগৎ থেকে উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্লা, ঊষা উত্থুপ, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পন্ডিত দেবজ্যোতি বসু, সমর সাহা প্রমুখ। শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হয় শিল্পীর বাসভবনে।উল্লেখ্য ১৯৬৮ সালের পয়লা জুলাই উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম ওস্তাদ রাশিদ খানের। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। প্রায়ত শিল্পী তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল শিল্পী নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। তিনি ছিলেন রাশিদ খানের দাদু। ১০-১১ বছর বয়সে কলকাতা চলে আসেন ওস্তাদ রশিদ আলী খান তারপর থেকে গেছেন কলকাতাতেই। । কলকাতা থেকে শিল্পীর মরদেহ পাড়ি দেবে বদায়ূঁ। তাঁর জন্মস্থানে। সেখানেই সমাধিস্থ করা হবে তাঁকে। #kolkata #kolkatanews #bengalinews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?