Kolkata : ভারতবর্ষ: এক দেশ-বহু ভাষা : U Bangla TV
Kolkata : ভারতবর্ষ: এক দেশ-বহু ভাষা : U Bangla TV
২৩ শে মার্চ শনিবার শ্রী অরবিন্দ ভবন কলকাতায় সকাল দশটায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভার মূল বক্তব্য "ভারতবর্ষ এক দেশ বহু ভাষা"। প্রদীপ প্রজ্জলন এবং একটি সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এই সভা। এদিন উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ সোশ্যাল এন্ড কালচারাল স্টাডিজ এর পরিচালক শ্রী অরবিন্দ মুখোপাধ্যায়, বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ডঃ বারিদ বরণ ঘোষ, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের পরিচালক ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিনের আলোচনা সভার মূল উদ্দেশ্য হলো আজকের এই তথ্যপ্রযুক্তির যুগে দাঁড়িয়েও বিভিন্ন আঞ্চলিক ভাষার গুরুত্ব দেওয়া হয় না তাই তাদের প্রচেষ্টা, বিচার ব্যবস্থা, উচ্চ শিক্ষা, গবেষণার ওপর শুধু হিন্দি ইংরেজি নয় কিভাবে আঞ্চলিক ভাষার ব্যবহার করা যায়। #newstoday #banglanews #kolkatanews #kolkata @ubanglatvofficial
What's Your Reaction?