Kolkata : প্রতিমা শিল্পীরা ব্যাস্ত : U Bangla TV

Kolkata : প্রতিমা শিল্পীরা ব্যাস্ত : U Bangla TV

Feb 10, 2024 - 17:42
 0  5

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকী সরস্বতী পুজোর । অন্তিম সময়ে পুরোদমে চলছে কুমোরটুলি শিল্পীদের প্রতিমা তৈরির কাজ , তাই কুমারটুলির শিল্পীদের কথা বলার সময় নেই । তেমনি যারা ডাকের গহনা তৈরি করেন, তারাও এই অন্তিম সময়ে ব্যস্ততার মধ্যে কাজ। অন্য দিকে কুমোরটুলি পাড়ায় আস্তে আস্তে ভীড় জমাতে শুরু করেছে, বাড়ির পুজোর উদ্যোক্তা থেকে শুরু করে, ক্লাব, স্কুলের দিদিমণিরা ও মাস্টারমহাশইরা । প্রতিমা তৈরি মানেই প্রতিবারই একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। প্রতিমার রূপ বিভিন্নভাবে ফুটে উঠে শিল্পীদের তুলির টানে ও হাতের তৈরী কাজের মধ্যে দিয়ে, ইতিমধ্যেই বাজারেও প্রতিমা সাজিয়ে বসেছেন শিল্পীরা। শিল্পীরা জানালেন তারা চেষ্টা করেন- উদ্যোক্তাদের আনন্দ দেওয়ার এবং একটু অন্য ধরনের প্রতিমা তৈরি করার, আবার কিছু কিছু উদ্যোক্তারা আসেন, তারা যেভাবে বলেন সেই ভাবে প্রতিমা তৈরি করতে হয়।, এবারে মৃৎশিল্পীরা সর্বনিম্ন ২০০টাকা থেকে শুরু করেছেন প্রতিমা তৈরী, আবার বেশিরভাগ ঠাকুর ই উদ্যোক্তারা বায়না করে গেছেন অনেক আগেই, এবার তাদের নিয়ে যাওয়ার পালা । অনেকেই আসছেন নিয়ে যেতে , আবার অনেকে ফোন করে জানছেন তাদের প্রতিমার কাজ শেষ হয়েছে কিনা। তারা আরো জানালেন, রবিবারের মধ্যেই সমস্ত প্রতিমা তৈরির কাজ তাদেরকে শেষ করে ফেলতে হবে। শিল্পীরা বললেন এবারে সবচাইতে বেশি প্রতিমার অর্ডার তারা পেয়েছেন । কারণ, যারা কোনদিনো কুমোরটুলি থেকে প্রতিমা কিনতে আসেননি, বাড়ির কাছ থেকেই কিনতেন, তারাও এবারে কুমারটুলিতে এসেছেন প্রতিমা কিনতে।, এটাই মৃৎশিল্পীদের কাছে নতুন পাওনা বলে তারা জানালেন। যে সকল উদ্যোক্তারা প্রতিমা নিতে এসেছেন, তাদের বক্তব্য- তাদের খুব ভালো লাগছে, তারা কুমারটুলিতে এসে নতুন নতুন প্রতিমা দেখতে পেয়েছেন এবং তারা এখান থেকেই প্রতিমা নিয়ে যাচ্ছেন। তারা আরো জানালেন, হুগলি থেকে এখানে প্রতিমা বায়না করেছেন। এতদিন তারা বাড়ির সামনে থেকেই প্রতিমা নিতেন। এর সাথে সাথেই আর কয়েকদিন বাদেই মেতে উঠবে এই সকল উদ্যোক্তারা বাণী বন্দনায়। পুজোপাঠ চলবে স্কুলে স্কুলে ,কলেজে, বাড়িতে বাড়িতে ও ক্লাবে ক্লাবে । নতুন জামা কাপড় পড়ে বেরিয়ে পড়বে ছোট ছোট ছেলেমেয়েরা ও স্কুল-কলেজের ছেলে মেয়েরাও। #kolkatanews #kolkata #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow