Kolkata : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ২০২৪ পালিত হলো : U Bangla TV

Kolkata : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ২০২৪ পালিত হলো : U Bangla TV

Feb 22, 2024 - 14:35
 0  2

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ২০২৪ পালিত হলো, বাংলাদেশ উপ-কমিশনার প্রাঙ্গন , কলকাতা। ২১শে ফেব্রুয়ারী বুধবার, সারা ভারতবর্ষে যখন মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, ‌সেই সময় সকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ উপ কমিশনার প্রাঙ্গন কলকাতায়, উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস মহাশয় এর উদ্যোগে, সকাল থেকে প্রভাত ফেরির মধ্য দিয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ দিবস ও মাতৃ ভাষা দিবস পালিত হয়, সকাল ৭:১৫ মিঃ নাগাদ পার্ক সার্কাস বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের সামনে বেশ কিছু সদস্য ও যাহারা বাংলাদেশকে ভালবাসেন তারাও উপস্থিত হন, এবং সকাল ৭.৩০ নাগাদ প্রভাতফেরি শুরু হয়, সেভেন পয়েন্ট ক্রসিং হয়ে এ জে সি বোস রোড ধরে বাংলাদেশ উপহাই কমিশনার প্রাঙ্গনে উপস্থিত হন এবং শহীদ বেদীতে একে একে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান, বাংলাদেশের তরফ থেকে কলকাতায় যে সকল উপ দূতাবাস রয়েছে, তাহাদেরকে আমন্ত্রিত জানান ,তাদের ভাষার মধ্য দিয়ে নাচ, গান ,কবিতা , নাটক , নৃত্যের আয়োজন করেন, বিকেল সাড়ে পাঁচটায়, শুধু বাংলা ভাষাকে নয় বিভিন্ন দেশের ভাষাকে সম্মান জানানোর জন্যই এই সান্ধ্যকালীন অনুষ্ঠান, এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাসী উপদূতা বাসের ছাএ ছাত্রীরা তারা তাদের ভাষায় কবিতা করেন, রাশিয়ান ভাষার ছেলে মেয়েরা কবিতা ও গান করেন,থাইল্যান্ডের ছেলে মেয়েরা গান করেন, নেপালী ভাষার ছেলে মেয়েরা নৃত্য পরিবেশন করেন, জাপানী ভাষার ছেলে মেয়েরা একটি নাটক উপস্থাপন করেন এছাড়াও বাংলাদেশের সকল ছাত্র-ছাত্রীরা বাংলা ভাষাকে সম্মান জানানোর জন্য বিভিন্ন রকম অনুষ্ঠান করেন। সকল ভাষার অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকদের মন আন্দোলিত করে, একটা আলাদা পরিবেশর তৈরি হয়‌ বঙ্গবন্ধু মঞ্চে, বাংলাদেশ ও কলকাতার উপ হাই কমিশনার আন্দালিব ইলিয়াস সাহেব সকলকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান তার পাশাপাশি সকল জাতি ও সকল ভাষাকেও। তিনি বলেন বাংলা ভাষা আমাদের গর্ব, শুধু বাংলা ভাষাকেই সম্মান দিলে হবেনা, সকল ভাষাকে সম্মান দিতে হবে, বাংলা ভাষা দিবস হলেও, তিনি মনে করেন অন্যান্য দেশের ভাষাকেও সম্মান দেওয়া উচিত, বহু ভাষা বিলুপ্ত হয়ে গিয়েছে, আর জাতে বিলুপ্ত না হয়,তাই এই বিভিন্ন দেশের সমন্বয়ে সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন, সাথে সাথে এপার বাংলা ওপার বাংলা আরো দীর্ঘস্থায়ী হোক, সকলে মিলে আরো নতুন কিছু করি ,এই বার্তাই রইল তার তরফ থেকে। এবং যে সকল অতিথিরা মঞ্চের চতুর্দিক আলোকিত করে রেখেছিলেন তাহাদের সকলকে তার তরফ থেকে কৃতজ্ঞতা জানান।। #kolkatanews #kolkata #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow